promotional_ad

বড় বিপদ থেকে বাঁচলেন শাহাদাত-এনামুলরা

promotional_ad

উগান্ডায় টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে  সাঈদ আজমল, ইয়াসির হামিদ, ইমরান ফরহাতসহ মোট ২০ পাকিস্তানি ক্রিকেটার বিপাকে পড়েছেন। উগান্ডার রাজধানী কাম্পালায় আটকা পড়ে এখন দেশে ফেরাই দায় তাদের! একই বিপদে পড়তে পারতেন চার টাইগার ক্রিকেটারও।




তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবধানীতে বড় বিপদ থেকে বেঁচে গেছেন, শাহাদাত হোসেন, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন মিলন, সৈকত আলীদের মতো বাংলাদেশের ক্রিকেটাররা। কারণ তারাও, প্রস্তাব পেয়েছিলেন উগান্ডায় খেলার।




তবে, বিসিবি অনাপত্তি পত্র না দেয়ায় যাওয়া যয়নি তাদের। এদিকে, উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আফ্রো টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। তবে, সেখানে পৌঁছে শোনেন, আর্থিক সমস্যার কারণে পুরো লিগই বাতিল সঙ্গে  খেলোয়াড়দের ফেরার টিকিট বাতিল করা হয়েছে, ট্রাভেল এজেন্সিকেও নিষিদ্ধ করা হয়েছে।




উগান্ডায় দুদিন অলস সময় কাটিয়ে নিজেদের পাওনা ৫০ শতাংশ টাকা দাবি করে দেশে ফিরতে চেয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পিছু হটায় পাওনা টাকা তো পাওয়া যাবেই না, সাথে  দেশে ফেরা নিয়েও শঙ্কা জেগেছে।



promotional_ad



সংবাদ মাধ্যমে পাকিস্তানি ক্রিকেটারদের পরিণতি জেনে হাপ ছেড়ে বেঁচেছেন, পেসার শাহাদাত হোসেন। তিনি জানিয়েছেন উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রস্তাবটা তার কাছে আকর্ষণীয় মনে হওয়ায় রাজি হয়েছিলেন তিনি।




শুক্রবার সন্ধ্যায় এই প্রসঙ্গে শাহাদাত বললেন, ‘ওখানে টাকাপয়সা খারাপ ছিল না। টাকা দিলে না খেলার কী আছে? আমাদের কাছে প্রস্তাবটা আকর্ষণীয় মনে হয়েছিল। বসে ছিলাম। ভাবলাম বাইরে সুযোগ যখন এল, যাই খেলে আসি। কিন্তু বিসিবি অনুমতি দেয়নি।’




এখন অনুমতি না পাওয়াটাই ভালো মনে হচ্ছে শাহাদাতের কাছে, ‘বিসিবি আমাদের বলছিল অনুমতি দেওয়া হবে না। তারপরও যদি সেখানে যাও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হবে। বিসিবি তো জানে কোনটা বৈধ আর কোনটা অবৈধ। এখন সব দেশই চায় টি-টোয়েন্টি লিগ করতে। যাওয়ার অনুমতি পাইনি, অনেক ভালো হয়েছে।’





উগান্ডায় টি২০ লিগ খেলার জন্য খেলোয়াড়েরা অনুমতি চাইতে গেলে আইসিসিতে যোগাযোগ করে বিসিবি। উগান্ডার লিগ নিয়ে আইসিসির কাছ থেকে নেতিবাচক বার্তা পাওয়ায় বিসিবি অনুমতি দেয়নি টাইগার ক্রিকেটারদের।কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা শাপে বর হওয়ায় খুশি উগান্ডার লিগে খেলার প্রস্তাব পাওয়া আরেক ক্রিকেটার এনামুল জুনিয়র।




এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বিসিবি আমাদের জানিয়েছিল, এটা অবৈধ লিগ। পরে দেখলাম না গিয়ে ভালোই হয়েছে। ওদের পেমেন্ট ইস্যু নিয়ে ঝামেলা আছে। আইসিসিও নাকি বিসিবিকে জানিয়েছে, সেখানে যাওয়া ঠিক হবে না। এ কারণে আর যাওয়া হয়নি।’




সূত্রঃ প্রথম আলো



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball