promotional_ad

ডাবল সেঞ্চুরিতে নিজেকে ছাড়িয়ে নাসির

promotional_ad

জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের খেলায় বরিশালের বিপক্ষে গতকাল দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দিন শেষ করেছিলেন টাইগার তারকা অলরাউন্ডার নাসির হোসেন। অপরাজিত ছিলেন ১০১ রানে। কে জানতো নিজের সেরা পারফরমেন্সটা তখনও তুলে রেখেছিলেন  আজকের জন্য।




বরিশালের বোলারদের তুলোধোনা করে এনসিএলের শেষ রাউন্ডের তৃতীয় দিনে নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন নাসির। তুলে নিয়েছেন অবিস্মরণীয় এক ডাবল সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির হাতছানি নাসিরের সামনে।





promotional_ad

নাসিরের দুর্দান্ত ব্যাটিংয়েই রংপুরের স্কোর দাঁড়িয়েছে ৫ উইকেটে ৫৭০ রানে।নাসিরকে দারুণ সঙ্গ দিয়েছেন বিপিএলের সদ্য শেষ হওয়া আসরে আলো ছড়ানো আরিফুল হক। দুজনের তৃতীয় উইকেট জুটি যোগ করেছে ৩৬৮ রান, যা জাতীয় লিগের তৃতীয় সর্বোচ্চ।




বিপিএলের ছন্দটা জাতীয় লিগেও টেনে এনে আরিফুল আউট হয়েছেন ১৬২ রান করে। তবে রানের বন্যা বইয়ে দেওয়া নাসির তৃতীয় দিন শেষেও অপরাজিত আছেন। তিনি ২৯ চার ও ৩ ছক্কায় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত অপরাজিত ২৭০ রানে।





গত ডিসেম্বরে সর্বশেষ জাতীয় লিগে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন নাসির। চারদিনের ম্যাচে এই ডানহাতি ব্যাটসম্যানের আগের সেরা ইনিংসটি ছিল ২০১ রানের। এখন দেখার বিষয় কোথায় থামেন এই অলরাউন্ডার।




প্রথম শ্রেণিতে ৮০ ম্যাচের (চলতি ম্যাচ বাদে) ১২৯ ইনিংসে ব্যাট করে ২৭টি ফিফটি ও পাঁচ সেঞ্চুরির সাহায্যে ৩৫.৮৪ গড়ে ৪৪০৯ রান করেছেন টাইগার তারকা নাসির হোসেন। এবার, ক্যারিয়ারের প্রথম ত্রিপল সেঞ্চুরির মাইলফলকের সামনে এই অলরাউন্ডার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball