পাস করলেন ইমরুল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগকে আরো প্রতিযোগিতামূলক করতে বিপ টেস্টে পাস করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই পরিপ্রেক্ষিতে আজ মিরপুরে বিপ টেস্ট দিয়েছেন ওপেনার ইমরুল কায়েস।
পরীক্ষায় বেশ ভালোভাবেই পাস করেছেন তিনি। পাস মার্ক ১১ হলেও ইমরুল পেয়েছেন ১১.৫। ফলে আসন্ন জাতীয় ক্রিকেট লিগে খেলতে কোনো বাধা থাকছে না তাঁর। ইমরুল প্রথম দফাতে পাস করলেও গত ১ অক্টোবরের পরীক্ষায় ব্যর্থ ??ন জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটাররাই।

এই তালিকায় আছেন মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, ইলিয়াস সানি, আরাফাত সানিদের মতো ক্রিকেটাররা। প্রথমবার দেয়া বিপ টেস্টে ৯.৬ পয়েন্ট পান আশরাফুল। আর অলরাউন্ডার নাসির ৯.৭, রাজ্জাক ৯.৪, ইলিয়াস সানি ৯.৫ এবং আরাফাত সানি ১০.৯ পয়েন্ট পান। এছাড়াও নাদিফ চৌধুরী ১০.৪ এবং মোহাম্মদ শরিফ ১০.৬ পয়েন্ট পেয়ে পাস করতে ব্যর্থ হন।
জাতীয় ক্রিকেট লিগকে আরো প্রতিযোগিতামূলক করতে বিপ টেস্টে পাস করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে পাস মার্ক করা হয়েছে ১১। কিন্তু প্রথম দফায় এই পয়েন্ট তুলতে ব্যর্থ হন জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটাররাই।
এর আগের জাতীয় লিগেও ক্রিকেটারদের বিপ টেস্ট বাধ্যতামূলক করেছিল বিসিবি। যদিও সেবার ৯ পয়েন্ট পেয়েও সুযোগ পেয়েছিলেন অনেক ক্রিকেটার। কিন্তু এবার টুর্নামেন্টের মান বাড়াতে পাস মার্ক বাড়িয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।