খুলনার দলীয় শতক

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইটান্সঃ ১০১/৫ (১৬ ওভার)
মালান ২২*, ভিসে ৭*
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নেমেছে খুলনা টাইটান্স। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইটান্স দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ।
দারুণ শুরু খুলনারঃ

আগে ব্যাটিংয়ে নেমে খুলনার দুই ওপেনার জুনায়েদ সিদ্দিকী ও পল স্টার্লিং দারুণ শুরু করেন। এই দুজনে ওপেনিংয়ে যোগ করেন ৪০ রান।
দারুণ শুরুর পর সাজঘরে স্টার্লিংঃ
স্টার্লিং ১৬ রান করে এক্সট্রা কভারে মমিনুলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মুস্তাফিজুর রহমানের বলে।
ইনিংস লম্বা করতে ব্যর্থ জুনায়েদঃ
শুরু থেকেই দেখে শুনে খেলছিলেন জুনায়েদ সিদ্দিকী। তিনি ২৩ রান করে ইসুরু উদানার বলে উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন ফজলে মাহমুদের হাতে।
ব্যর্থ জহুরুল-মাহমুদুল্লাহ-আরিফুলঃ
জহুরুল মাত্র ১ রান করে আরাফাত সানির শিকার হয়েছে। মাহমুদুল্লাহ ১১ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন মুস্তাফিজুর রহমানের বলে। আরিফুলও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ১২ রান করে কাইস আহমেদের বলে আউট হয়েছেন। এরপর ডেভিড মালান ও ভিসের ব্যাটে দলীয় শতক পূরণ হয় খুলনার।
রাজশাহী কিংস একাদশঃ
মোহাম্মদ হাফিজ, মমিনুল হক, সৌম্য সরকার, লরি ইভান্স, জাকির হাসান (উইকেটরক্ষক), ফজলে মাহমুদ, মেহেদী হাসান (অধিনায়ক), ইসুরু উদানা , কাইস আহমদ, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান।
খুলনা টাইটান্স একাদশঃ
পল স্টার্লিং, জুনায়েদ সিদ্দিকী, ডেভিড মালান, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, ডেভিড ভিসে, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, শুভাশিষ রায়, জহির খান।