খুলনার প্রাথমিক দল ঘোষণা

ছবি: এনসিএল

|| ডেস্ক রিপোর্ট |
জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) আগামী আসরের জন্য ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে খুলনা বিভাগ। আর এই দলটিতে রয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজদের মতো তারকা ক্রিকেটাররা।
এশিয়া কাপ শেষ হয়ে যাওয়ার পর দেশে ফিরেই ১লা অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এনসিএলে ব্যস্ত হয়ে পড়বেন জাতীয় দলের ক্রিকেটাররা। সবকিছু ঠিক থাকলে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই মাশরাফিদের পাচ্ছে খুলনা দলটি।
তবে খুলনার প্রাথমিক স্কোয়াডে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান থাকলেও তাঁর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কেননা এশিয়া কাপের পরেই আঙ্গুলের অস্ত্রোপচার করানোর কথা রয়েছে তাঁর। অবশ্য সাকিবকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও বাকি ক্রিকেটাররা খেলবেন বলেই আশা করছে খুলনা টিম ম্যানেজমেন্ট।
উল্লেখ্য টুর্নামেন্টে প্রথম রাউন্ডের ম্যাচে ১লা অক্টোবর রাজশাহী বিভাগের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খুলনা। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
খুলনা বিভাগীয় প্রাথমিক দল: