promotional_ad

প্রত্যাবর্তন স্মরণীয় হল না তুষার ইমরানের

promotional_ad

শ্রীলংকা 'এ' দলের বিপক্ষে ৪০৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলো বাংলাদেশ। আশা করা যাচ্ছিলো আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান তুষার ইমরান দলকে সঠিক পথ দেখাবেন।


কিন্তু আগের দিনে ১২ রান করে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান বেশিক্ষণ টিকতে পারেননি তৃতীয় দিনে। দিনের খেলা শুরু করার পরেই অভিজ্ঞ তুষার ইমরানের উইকেটটি নেন লঙ্কান স্পিনার লক্ষ্মণ সান্দাকান। এলবিডব্লিউ হয়ে ফেরার আগে মাত্র ২৫ রান করেন তুষার।


এরপরে অবশ্য সাব্বির রহমান আর মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচে ফিরে বাংলাদেশ 'এ' দল। এই দুই ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৬০ রান। লঙ্কানদের থেকে ৮৯ রানে পিছিয়ে থেকে শেষ দিন খেলতে নামবে টাইগাররা।



promotional_ad

তবে আশা জাগিয়েও ফিরে গিয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের তারকা ব্যাটসম্যান তুষার ইমরান।  জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন ২০০৭ সালে। সেই বছরই লাল সবুজের জার্সি গায়ে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি।


এর পর থেকেই জাতীয় দলে ব্রাত্য এই ক্রিকেটার। তবে আশা হারাননি। ঘরোয়া ক্রিকেটের প্রায় প্রতিটি আসরেই ব্যাট হাতে রান করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এই দুর্দান্ত ফর্মের কারণেই শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের সিরিজে ডাক পেয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।


তবে 'এ' দলে ফিরেই দারুণ চাপের মুখোমুখি হয়েছিলেন তুষার। তাকে অনেক বড় পরীক্ষায় পরে যেতে হয়েছিলো। কিন্তু লঙ্কানদের বিপক্ষে সেই পরীক্ষা উতরাতে ব্যর্থ হয়েছেন তুষার, এমনটা বলাই যায়।



যদিও সাম্প্রতিক ফর্মে দুর্দান্ত ছিলেন তুষার। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সব শেষ আসরে ব্যাট হাতে ৯০.৬২ গড়ে ৭২৫ রান করেছেন তুষার ইমরান। আছে তিনটি অর্ধশতক আর চারটি শতক। এমন পারফরমেন্সই তার 'এ' দলের দরজা খুলে দিয়েছিল। 


তবে এখনো সুযোগ থাকছে তুষারের সামনে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি কক্সবাজারের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তাছাড়া, ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে সিলেটের মাটিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball