promotional_ad

তিন বছর পরে তিন অঙ্কে সৌম্য

promotional_ad

লিস্ট 'এ' ক্রিকেটে বুধবার ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। ব্রাদার্সের বোলারদের বেধড়ক পিটিয়ে এদিন ১৫৪ রানের অসাধারণ ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।


১৫৪ রানের ইনিংসটি খেলার পথে সৌম্য হাঁকিয়েছেন মোট ১১টি ছক্কা। সঙ্গে ছিল ৯টি বাউন্ডারি। এমনকি ব্রাদার্স ইউনিয়ন অধিনায়ক অলক কাপালির ওভারে হ্যাট্রিক ছক্কা হাঁকিয়েছেন তিনি।


উল্লেখ্য, এর আগে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ২০১৫ সালে বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে সর্বশেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সৌম্য। মে মাসের সেই ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে ১২৭ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন সৌম্য।



promotional_ad

এছাড়া ডিপিএলে তার সর্বশেষ সেঞ্চুরি ২০১৪ সালে। এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও গত তিন বছর সেঞ্চুরি হাকান নি সৌম্য। এবারের প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৮৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। অল্পের জন্য সেই ম্যাচে সেঞ্চুরি পাননি সৌম্য।


এদিকে ক্যারিয়ারের সেরা এই ইনিংসটি খেলার পথে সৌম্য গড়েছেন কয়েকটি রেকর্ড।  লিস্ট ‘এ’ তে এতদিন এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজার। ১১ টি ছয় মেরে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন তিনি। 


বুধবার ব্রাদার্সের বিপক্ষে ১১ টি ছয় মেরে মাশরাফির গড়া রেকর্ডে ভাগ বসান সৌম্য সরকার। ২০১৬ সালে কলাবাগানের জার্সিতে ১১ ছক্কার রেকর্ডটি গড়েছিলেন মাশরাফি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ব্যাট করতে নেমে ৫১ বলে খেলেন ১০৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball