সকল দায়ভার নিজের কাঁধে নিচ্ছেন সালাউদ্দিন

ছবি:

ঢাকা প্রিমিয়ার লিগে গেল বছর চ্যাম্পিয়ন হয়েছিলো গাজী গ্রুপ ক্রিকেটার্স। তবে 'ডিফেন্ডিং' চ্যাম্পিয়নের তকমা লাগিয়েও এই বছর ভালো করছে না দলটি। গ্রুপ পর্বে খারাপ করার পর সুপার লীগেও ধারা থেকে বের হতে পারেনি তারা।
এই অবস্থায় সব দোষ নিজের কাঁধেই তুলে নিচ্ছেন দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 'আসলে প্লেয়ারদের চেয়ে আমারই দোষ বেশি। অনেক প্লেয়ার সম্পর্কে আমার নিজেরই কোনো আইডিয়া ছিল না। তাদের সম্পর্কে আমার ধারণা ছিল না। এ
'ই মুহূর্তে দলে অনূর্ধ্ব-১৯ দলের দুজন প্লেয়ার আছে, যাদেরকে আমি কখনো দেখিই নাই। এ রকম কিছু প্লেয়ার ছিল- যাদের ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। আসলে দোষটা আমার। তাদের সম্পর্কে জানাটা আমাদের জরুরি ছিল।'; মিডিয়ার সামনে জানাচ্ছিলেন দেশের অন্যতম সেরা এই কোচ।

এদিকে গ্রুপ পর্বে নিয়মিত খারাপ খেলার পর সুপার লিগের ছয় দলে গাজীর অবস্থান পাঁচে। সব মিলিয়ে ১৪ ম্যাচের সাতটিতে জয় আর সমান সংখ্যক পরাজয়ে তাদের পয়েন্ট ১৪।
দেশসেরা এই কোচের মতে, আসরে আর কোনো সম্ভাবনাই নেই দলের। মিডিয়াকে জানান, 'টুর্নামেন্টে আমাদের আর কোনো আশাই নেই। কোনো চান্সই নেই। আমাদের ১, ২ নম্বর হওয়ার মতোও সুযোগ নেই।
'আমার মনে হয়, শুরুতেই আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিলাম। এখান থেকে ছেলেরা কামব্যাক করেছিল ভালোভাবেই। সুপার লিগে আবারও ছন্দটা হারিয়েছি। আমি মনে করি, পুরো টুর্নামেন্টেই আমরা ভালো খেলিনি।'