দলকে নিয়ে তেমন স্বপ্ন দেখেন না, দাবি সাকিবের

ছবি:

এর আগে ২০০৯ সালে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। ২০১১ সালের বিশ্বকাপেও দলের মূল কাণ্ডারি ছিলেন তিনি। তবে সেই সময় নানান অভিযোগ ছিল তাকে ঘিরে।
সময় মতো অনুশীলনে না আসা বা বাকী সতীর্থদের সাথে না মিশতে পারার মতো অভিযোগ ছিল তাকে ঘিরে। সেসময়ে অবশ্য বেশিদিন অধিনায়ক ছিলেন না সাকিব। অধিনায়ক হিসেবে অতোটা সফলও ছিলেন না।
তবে এবার দ্বিতীয় দফায় তার প্রতি আস্থা রাখছে বোর্ড। গেলো বছর পেয়েছেন টি-টুয়েন্টির অধিনায়কত্ব, আর এবার পেলেন টেস্টে। আর এখনকার অধিনায়ক সাকিব দলকে উজ্জীবিতও করছেন দারুণভাবে। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে জানিয়েছেন,

'এখন আমার কোনো সতীর্থ বলতে পারবে না যে আমি তাদের সঙ্গে মিশতে পারি না। এটা ভালো যে সবাই অন্য রকম হয়ে উঠেছিল (নিদাহাস ট্রফিতে)। এটা আসলে আমার পক্ষে বলা মুশকিল। একেক অধিনায়ক দলকে উজ্জীবিত করে একেকভাবে। আমারটা না হয় আমার কাছেই থাকুক। প্রকাশ না হওয়াই ভালো।'
এদিকে দলকে নিয়ে কোনোধরণের স্বপ্ন নেই বলেই জানিয়েছেন সাকিব। তবে বর্তমানে যে অবস্থা, সেখান থেকে আরও উন্নতি চান অবশ্যই। এই প্রসঙ্গে বিশ্বসেরা এই অলরাউন্ডার জানিয়েছেন,
'এত স্বপ্ন-টপ্ন দেখি না। আমি বাস্তববাদী। আশা তো করি ভালো কিছুই করব। তবে কী করব, কোথায় পৌঁছাব—এসব নিয়ে ভাবি না। আশা করি, এখন যেখানে আছি, এখান থেকে যেন আরও উন্নতি করতে পারি।'