promotional_ad

ডিপিএল ক্রিকেটারদের মানসিকতা নিয়ে হতাশ ইউসুফ

promotional_ad

এবারের ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান। এখানকার ক্রিকেটারদের দারুণ লাগে তার। কিন্তু স্থানীয় ক্রিকেটারদের কিছু মানসিকতা হতাশ করেছে তাকে। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন,


'বাংলাদেশী ক্রিকেটারদের আমার দারুণ লাগে। আমাদের দলেও বেশ কিছু বিগ হিটার আছে। সাজ্জাদুল রিপন, নাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেনদের মতো অনেকেই আছে। কিন্তু এখানকার কোচের সঙ্গে কথা বলে একটা জিনিস জানতে পেরে আমি অবাক হই।



promotional_ad

'তা হচ্ছে এখানকার ক্রিকেটারদের গতানুগতিগ একটি মানসিকতা আছে। যা হতাশ করার মতোই। ক্লাব ক্রিকেটারদের পেছনে অনেক টাকা ব্যয় করছে। কিন্তু ক্রিকেটাররা যদি নিজেদের উন্নতি না করতে চায় তাহলে সমস্যা। তাদের মানসিকতা বড় করে নিজেদের উন্নতি নিয়ে কাজ করা উচিত।'


ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশী ক্রিকেটারদের পার্থক্যটা এখানেই বলে মনে করছেন ইউসুফ। প্রাইম ব্যাংকের হয়ে এবারের ডিপিএলে সাত ম্যাচ খেলে ১৫৯ রান করা ইউসুফ জানান,
 
'কেউ যদি আমাকে বলে আমার একটা বিষয়ে উন্নতির দরকার, তাহলে আমি সেটা সানন্দে মেনে নিবো। ভারতীয়দের বেশীরভাগ তা মেনে নিবে। কিন্তু এখানকার ক্রিকেটাররা তা মেনে নিতে প্রস্তুত নয়! তারা এই ব্যাপারে শুনতেও রাজি নয়। 



'মনে হয় যে তাদের কি করতে হবে সেটা তারা আগে থেকেই জানে! এতে ক্রিকেটের প্রতি অশ্রদ্ধা করা হয়। এই সংস্কৃতির পরিবর্তন দরকার। তাদের ক্ষুধার মাত্রা বাড়ানো দরকার। আপনি যদি মন থেকে ক্রিকেটকে না চান, তাহলে আপনার জন্য অনেক ভোগান্তি অপেক্ষা করছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball