আন্তর্জাতিক ক্রিকেটে এখনো 'নতুন' মমিনুল!

ছবি:

জাতীয় দলে অভিষেকের ছয় বছর হয়ে গিয়েছে, তারপরেও আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে নিজেকে এখনো নতুন মনে করেন টাইগার ব্যাটসম্যান মমিনুল হক সৌরভ।
স্বীকার করেন, এখনো শেখার অনেককিছুই আছে তার। সম্প্রতি ক্রিকেটসকার নামের এক ওয়েবসাইটকে দিয়েছেন সাক্ষাৎকার। আর সেখানেই জানিয়েছেন এমনটা। দীর্ঘ সাক্ষাৎকারের এক পর্যায়ে বলেন,
'আসলে জাতীয় দলে অভিষেকের মুহূর্তটা দারুণ। ভীষণ ভালোলাগার। বিশ্বের দরবারে বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধিত্ব করাটা আমার স্বপ্ন ছিল। আমি এজন্য দারুণ খুশি।

'আর আমি নিজের জন্য যা করতে পেরেছি বা দলের জন্য যা করতে পেরেছি-- এটা নিয়েও আমি সন্তুষ্ট। তবে আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেটে আমি এখনো নতুন এবং আমার শেখার অনেক কিছুই বাকী।'
একইদিনে কথা বলেছেন চট্টগ্রাম টেস্টে শ্রীলংকার বিপক্ষে তার করা দুই ইনিংসের দুটি সেঞ্চুরি নিয়েও। তবে এর মধ্যে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটিকে রাখছেন আলাদা উচ্চতায়।
'এটা ছিল দারুণ একটা মুহূর্ত। ম্যাচের দ্বিতীয় ইনিংসে যদি আমি সেঞ্চুরি না করতাম, তাহলে আমরা টেস্ট ম্যাচটি হেরে যেতে পারতাম। আমি খুশি কেননা দলের জন্য আমি কিছু করতে পেরেছি।'