নিজেকে আরো পরিণত দেখছেন শান্ত

ছবি:

'সবসময় অনুভব করি যে এটা আমার জীবনের শেষ ম্যাচ। ওইভাবেই খেলার চেষ্টা করি। তাই যত ভালো খেলা যায়। আমার কাছে মনে হয়, আমার কাজ পারফর্ম করা ন্যাশনাল লীগে খেলি বা জাতীয় দলে খেলি-- যেখানেই খেলি আমাকে পারফর্মেন্স করতে হবে।'
নিজের ক্যারিয়ার নিয়ে একাত্তর টিভিকে এমনটাই জানাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ারে একটি মাত্র টেস্ট (নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট, ২০১৭ সালে) খেলে বাদ পরা এই ক্রিকেটার আবারো ফিরতে চান জাতীয় দলে।
'অবশ্যই খারাপ লেগেছে একটি ম্যাচ খেলে বাদ পরার পর। এখন আমার চেষ্টা ভালো খেলে আবার সেই জায়গায় ফেরা। নিজের যে দুর্বলতা গুলো আছে সেগুলো নিয়েই কাজ করছি।

'ড্রেসিং রুম আমি অবশ্যই মিস করি। আমি ক্যাম্পেও ছিলাম। তো সেখানে আমার মনে হয়েছে আবারো ড্রেসিং রুমে ফেরত যেতে হবে আমাকে। জায়গাটাকে নিজের করে নিতে হবে। এই চিন্তা যখন আসে তখন আরও মনোযোগী হই।'
আর ড্রেসিং রুম নিজের করে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অবিরত। এবারের ঢাকা প্রিমিয়ার লীগে একটি ম্যাচে ১৫০ রান করে অপরাজিত ছিলেন। কথা বলেছেন সেই ইনিংস প্রসঙ্গেও।
'অবশ্যই এটা একটা বিশেষ ইনিংস। পুরো ক্যারিয়ার জুড়ে যদি দেখা হয়। আমার মনে থাকবে অনেকদিন। সবগুলো ওভার খেলে মাঠ থেকে যখন নট আউট হয়ে আসি, ঐ মুহূর্তটা আমার জন্য অন্যরকম ছিল।
'এখন আমি বুঝতে পারি যে কিভাবে ইনিংস টা শেষ করতে হয়। এটা আস্তে আস্তে নিজের আয়ত্তে আনার চেষ্টায় আছি। যেকোনো পরিস্থিতি সামলানোর ক্ষমতা কিছুটা হলেও আছে আমার। সবসময় না হলেও বেশীরভাগ সময়ে পারি।'