মাহমুদুল্লাহকেও ছাড়লো না ভারতীয় মিডিয়া!

ছবি:

নিদাহাস ট্রফির ফাইনালে জিততে না পারলেও একের পর এক শিরোনামে আসছে বাংলাদেশী ক্রিকেটাররা। শ্রীলঙ্কান গণমাধ্যম এবং ভারতীয় গণমাধ্যমের বিদ্রুপ রীতিমতো মাত্রা ছাড়িয়েছে।
দুই দিন আগেই এক লঙ্কান গণমাধ্যম দাবী করে ১৬ই মার্চ আসরের অঘোষিত সেমিফাইনালের দিনে টাইগারদের ড্রেসিং রুমের গ্লাস ভেঙ্গেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

যদিও উপযুক্ত প্রমাণ দেখাতে পারেনি তারা। আর এবার মাহমুদুল্লাহ রিয়াদকে আলোচনায় টেনে আনলো ভারতীয় গণমাধ্যম। তাদের জনপ্রিয় সংবাদপত্র 'এবেলা' দাবী করছে খেলোয়াড়সুলভ আচরণ করেনি মাহমুদুল্লাহ রিয়াদ।
ভারতের বিপক্ষে ফাইনালে রানআউটের শিকার হয়ে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ওঠার পথে নাকি পাশের রেলিংয়ে লাথি মারেন (লঙ্কান দর্শকদের উদ্দেশ্য করে) রিয়াদ। তবে ভারতীয় এই গণমাধ্যম নিজেদের সংবাদের প্রমাণও রেখেছে।
একটি ভিডিও প্রকাশ করেছে তারা (ভিডিওটি দেখুন এই লিঙ্কে) । সেখানেই দেখা যায় রানআউটের শিকার হয়ে ড্রেসিংরুমে ওঠার সময় পাশের রেলিংয়ে লাথি মারেন মাহমুদুল্লাহ। এই ব্যাপারে ক্রিকেট বোর্ড বা মাহমুদুল্লাহ কারো বক্তব্য এখনো পাওয়া যায়নি। যদিও এটি নিতান্তই তুচ্ছ ঘটনা।