'মানসিক দিক থেকেও বদলে গেছে বাংলাদেশ'

ছবি:

ওয়ানডেতে বড় দলের মতোই খেলে বাংলাদেশ। সাফল্য আছে টেস্টেও। তবে টি-টুয়েন্টিতে উল্লেখ করার মতো পারফর্মেন্স এর আগে কখনোই করেনি টাইগাররা। কেবল নিদাহাস ট্রফিতেই বিধ্বংসী হতে দেখা গিয়েছে তাদের।
আর এটাই মানসিক শান্তি দিবে টাইগারদের। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন টাইগারদের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন। নিদাহাস ট্রফিতে টাইগারদের পারফর্মেন্স প্রসঙ্গে মিডিয়ার সামনে তিনি জানান,
'(পার্থক্যটা) জেতার ইচ্ছাতে অবশ্যই। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলের যখন একটু খারাপ সময় যাচ্ছে, সেখান থেকে ফিরে আসার সামর্থ্য এই দলটার মধ্যে আছে। সবচেয়ে বড় কথা আপনারা সবাই জানেন শেষ সিরিজটা আমাদের ভালো যায়নি।

'তাই এ সিরিজটা আমাদের জন্য অনেক কঠিন ছিলো। কিন্তু ওইখান থেকে দেশের বাইরে গিয়ে ফিরে আসাটা নিশ্চয়ই সহজ ছিলো না। এটাই প্রমাণ করে মানসিকভাবে ওরা এখন অনেক শক্ত। জেতার ইচ্ছাটা এখন ওদের অনেক বেশি।'
তবে এবারের নিদাহাস ট্রফিতে টাইগারদের শিরোপা না জেতাটাকে দুর্ভাগ্য হিসেবেই মানছেন সাবেক এই অধিনায়ক। একইসঙ্গে কিছু কিছু বিষয়ে টাইগারদের আরও কাজ করার প্রয়োজন আছে বলেও মনে করছেন তিনি।
সাংবাদিকদের জানান, 'এখন যেহেতু নিয়মিত টি-টুয়েন্টি খেলছি আমার মনে হয় আমরা খেলাটা বুঝতে পারছি। এই টুর্নামেন্টে বাংলাদেশ খুব ভালো খেলেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা ট্রফি জিততে পারিনি।
'তবে এখন পর্যন্ত দেখে মনে হয়েছে খেলাটা কি হবে সে রকম করে খেলতে পারছি। তবে এখনও অনেক জায়গায় কাজ করতে হবে অবশ্যই।'