নির্ভার বাংলাদেশ দেখছেন মাহেলা

ছবি:

বাংলাদেশ নয়, নিদাহাস ট্রফির ফাইনালে বেশি চাপে থাকবে ভারত; এমটাই মনে করছেন লঙ্কান কিংবদন্তী ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। বরঞ্চ বাংলাদেশ দলকে তিনি দেখছেন তুলনামূলক নির্ভার হিসেবেই।
ভারতীয় শীর্ষস্থানীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক বিশেষ কলামে এমনটা লিখেছেন তিনি। বাংলাদেশ দলকে ফাইনালের আন্ডারডগ উল্লেখ করে তিনি জানান,
'বাংলাদেশের এই ম্যাচ থেকে পাওয়ার অনেক কিছুই আছে। যেহেতু রাউন্ড রবিন লিগের দুটি ম্যাচে বাংলাদেশ ভারতের কাছে হেরেছে, তাই তারা ফাইনালে আন্ডারডগ হিসেবে খেলাটা উপভোগ করার অবস্থায় আছে। খুব বেশি প্রত্যাশার চাপ তাদের গ্রাস করবে না বলেই মনে হয়।'

অবশ্য বাংলাদেশ দলের চাইতে ভারতীয় দলের বোলিং ডিপার্টমেন্টকে এগিয়ে রাখছেন তিনি। তবে বাংলাদেশের ব্যাটসম্য???নদের তিনি ভারতীয় ব্যাটসম্যানদের সমপর্যায়েরই মনে করছেন।
দীর্ঘ কলামটিতে তিনি আরও লিখেছেন, ‘ভারত পেস বোলিং ডিপার্টমেন্টে অনেক এগিয়ে। কিন্তু ব্যাটিংটা ধরলে ব্যাপারটা সমানে-সমান। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং অনেক কিছুই করতে পারে।
'অভিজ্ঞতায় তারা এগিয়ে। তবে দিনের শেষে চাপটা যারা ভালোমতো মোকাবিলা করতে পারবে, তারাই এগিয়ে থাকবে। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সদ্ব্যবহার করার ওপরও অনেক কিছুই নির্ভর করছে।'