ফাইনালের এক্স ফ্যাক্টর যারা...

ছবি:

রবিবার রাতে নিদাহাস ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল।
এই ম্যাচ জিতে প্রথমবারের মতো কোনো ত্রিদেশীয় সিরিজ জয়ের শিরোপা অর্জন করতে চায় বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশকে এক বিন্দু ছাড় দিতে নারাজ শক্তিশালী ভারত। ম্যাচটিতে নিজেদের সেরা ক্রিকেট দিতে চাইবেন সবাই। তবে পার্থক্য গড়ে দিতে পারেন এই কয়জন।
বাংলাদেশঃ-
মুশফিকুর রহিমঃ- নিদাহাস ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন মুশফিক। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতেও গর্ব করার মতো অবস্থান তার (২য়)। এছাড়া আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছেন স্মরণীয় এক ইনিংস খেলে। আর তাই এই ম্যাচেও পার্থক্য গড়ে দিতে পারেন তিনি।

মাহমুদুল্লাহ রিয়াদঃ- শ্রীলংকার বিপক্ষে আসরের সেমিফাইনালে দলের জন্য জয়টি রীতিমতো ছিনিয়ে এনেছেন মাহমুদুল্লাহ রিয়াদ (১৮ বলে ৪৩* রান)। ফাইনালের আতঙ্কও হতে পারেন হিমশীতল মস্তিষ্কের রিয়াদ।
সাকিব আল হাসানঃ- বিশ্বসেরা এই অলরাউন্ডার শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার পর থেকেই বদলে গিয়েছে দলের চেহারা। ব্যাটসম্যান হিসেবে শতভাগ ফিট নন তিনি। তবে বোলার অথবা অধিনায়ক হিসেবে সত্যিকার অর্থেই বিধ্বংসী সাকিব। বদলে দিতে পারেন ফাইনালের দৃশ্যপট।
ভারতঃ-
রোহিত শর্মাঃ- বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচেই অসাধারণ এক ইনিংস খেলেছিলেন রোহিত। আর বাংলাদেশকে হারিয়ে আসরের শিরোপা জিততে চান ভারতীয় দলের ভারপ্রাপ্ত এই অধিনায়ক। শিরোপা জেতার পথে সবচেয়ে বড় অস্র রোহিতের ক্ষুরধার নেতৃত্ব।
শিখর ধাওয়ানঃ- সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় অবস্থানে আছেন ধাওয়ান (১৮৮ রান)। বিধ্বংসী এই ওপেনার উইকেটে থিতু হতে পারলেই ম্যাচ বের করে নিয়ে যেতে পারেন। ফাইনালেও দল তাকিয়ে থাকবে তার ব্যাটে।
ওয়াশিংটন সুন্দরঃ- বাংলাদেশের বিপক্ষে খেলা দুটি ম্যাচেই দারুণ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তামিল নাড়ুর এই ক্রিকেটার। প্রথম ম্যাচেও কম খরুচে (২২ রান) বোলার ছিলেন তিনি। দ্বিতীয়টিতেও ২২ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। ফাইনালে ডান হাতি এই স্পিনারের পারফর্মেন্সে ভরসা করবে ভারতীয় দল।