তামিমদের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন সুন্দর

ছবি:

ভারতীয় দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবেই খেলছেন ওয়াশিংটন সুন্দর। যদিও মিডল অর্ডারে ব্যাট চালানোর ভালো সামর্থ্য আছে তার। তবে সেসব নিয়ে মাথাব্যাথা নেই সুন্দরের।
বুধবারের ম্যাচে স্পিনার হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেই সন্তুষ্ট তিনি। এই উইকেটে ১৭৬ রান অতিক্রম করা সহজ ছিল না মানছেন। একইসাথে মানছেন তার চার ওভারের পাশাপাশি আরেক স্পিনার চাহালের চার ওভারের অবদানও কম ছিল না।
একইসাথে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন তামিমদের বিপক্ষে বল করা। 'লক্ষ্য যতই হোক। এই উইকেটে সেটা অতিক্রম করা কঠিন। শেষ ম্যাচে বাংলাদেশ ২১৪ রান অতিক্রম করেছিলো। তাই আমার আর চাহালের আট ওভার খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা ভালো বল করেছি।

'পাওয়ার প্লে তে বোলিং করা অবশ্যই চ্যালেঞ্জিং। আসলে সেই চ্যালেঞ্জকে টপকানোই ক্রিকেট। মানসিক স্বস্তিও পাওয়া যায়। বোলিং পাওয়ার প্লে কে আমি চ্যালেঞ্জ হিসেবেই দেখি।'; বুধবারের ম্যাচ শেষে জানাচ্ছিলেন সুন্দর।
চার ওভার করে ২২ রানের বিনিময়ে তামিম, সৌম্য, লিটনের উইকেট নিয়েছেন সুন্দর। ইকোনমি কম থাকাতে খুশি। নিদাহাস ট্রফির ফাইনালে প্রতিপক্ষ কে থাকছে সেটা নিয়েও ভাবছেন না খুব বেশি।
'ইকোনমি রেট কম হলেও ভালো লাগে। বিশেষ করে ছয়ের কম। শ্রীলংকা আর বাংলাদেশ দুটোই সীমিত ওভারের খেলায় ভালো দল। প্রতিপক্ষ যেই হোক। আশা করি আমরা জিতবো।'