দোলেশ্বরের বিপক্ষে স্বল্প পুঁজি নাফিসদের

ছবি:

সাভারে বিকেএসপির মাঠে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) খেলায় প্রাইম দোলেশ্বরের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র ২০৩ রান সংগ্রহ করেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রন পেয়ে শুরুটা মোটেও ভালো করতে পারেনি অগ্রণী ব্যাংক। মাত্র নয়রানের মধ্যে দলীয় অধিনায়ক শাহরিয়ার নাফিসকে (৪) হারায় তারা।
এরপরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ১০৬ রানের মধ্যেই ছয়টি উইকেট হারায় তারা। এরপরে দলের হাল ধরেন শামসুল ইসলাম এবং ইসলামুল এহসান।

মূলত এই দুজনের ৬৪* (১০০ বলে দুটি চার আর একটি ছক্কায়) এবং ৪৬ (৬৯ বলে দুটি চার এবং একটি ছক্কায়) রানের কল্যাণে শেষদিকে বোর্ডে কিছুটা রান তুলতে পারে অগ্রণী ব্যাংক। দোলেশ্বরের বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন জোহেব খান।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব একাদশঃ- আযমির আহমেদ, শাহরিয়ার নাফিস (অধিনায়ক), সালমান হোসেন, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), রিশি ধাওয়ান, জাহিদ জাভেদ, শামসুল আলম, ইস্লামুল এহসান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, আব্দুর রাজ্জাক।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব একাদশঃ- ইমতিয়াজ হোসেন, আবু সায়েম (উইকেটরক্ষক), ফাজলে মাহমুদ, মার্শাল আইয়ুব, ফরহাদ হোসেন, শরিফুল্লাহ, জোহেব খান, ফরহাদ রেজা, শাহানুর রহমান, আরাফাত সানি, মামুন হোসেন।