কোহলি-স্মিথদের ছাড়িয়ে হ্যাদার নাইট

ছবি:

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো'র ২০১৭ সালের সেরা পারফর্মেন্সের পুরস্কার জিতেছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ, অজি অফস্পিনার ন্যাথান লায়ন, ইংল্যান্ডের প্রমিলা অধিনায়ক হ্যাদার নাইট, পাকিস্তানি ওপেনার ফাখার জামান এবং পাকিস্তানি বোলার মোহাম্মদ আমির।
গত বছরের পুনেতে করা অজি অধিনায়ক স্টিভ স্মিথের ১০৯ রানই ক্রিকইনফোর চোখে সেরা টেস্ট ব্যাটিং পারফর্মেন্স, যা পেছনে ফেলেছে গাব্বায় করা স্মিথেরই ১৪১ রানের ইনিংসকে।
অজি অফস্পিনার ন্যাথান লিওন জিতেছেন সেরা টেস্ট বোলিংয়ের পুরস্কার। গত বছরে তার ৫০ রানের বিনিময়ে ৮ উইকেট নেওয়াকেই পুরস্কৃত করছে জনপ্রিয় এই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটি।
এছাড়া ওয়ানডেতে সেরা ব্যাটিং পারফর্মেন্সের পুরস্কার জিতেছেন পাকিস্তানি ওপেনার ফাখার জামান। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে তার করা ১১৪ রানের ইনিংসকে পুরস্কৃত করেছে ক্রিকইনফো। একই ম্যাচে ১৬ রানে তিন উইকেট নিয়ে ক্রিকইনফোর সেরা ওয়ানডে বোলিং পারফর্মেন্সের পুরস্কার জিতেছেন মোহাম্মদ আমির।

ইংল্যান্ড প্রমিলা ক্রিকেটের নেত্রী হ্যাদার নাইট জিতেছেন সেরা অধিনায়কের পুরস্কার। গত বছরে খেলা ১৫ ম্যাচে ১১ জয় নিয়ে নাইট পেছনে ফেলেছেন স্টিভ স্মিথ, বিরাট কোহলি, সরফরাজ আহমেদের মতো অধিনায়ককে।
এছাড়াও পুরস্কার পেয়েছেন-
স্কটল্যান্ডের কাইল কোয়েতজার (সহযোগী দেশের সেরা ব্যাটিং পারফর্মেন্স)
আফগানিস্তানের রাশিদ খান (সহযোগী দেশের সেরা বোলিং পারফর্মেন্স)
উইন্ডিজের এভিন লুইস (টি- টুয়েন্টির সেরা ব্যাটিং পারফর্মেন্স)
ভারতের যুবেন্দ্র চাহাল (টি- টুয়েন্টির সেরা বোলিং পারফর্মেন্স)
ছবি কৃতজ্ঞতাঃ গেটি ইমেজ