promotional_ad

গোলাপি বলে নয় আগামী অ্যাশেজ

promotional_ad

২০১৫ সালের ডিসেম্বরে প্রথমবারের মত ফ্লাডলাইটের আলোয় টেস্ট ম্যাচ দেখেছিলো ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সেই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের নতুন এই সংযোজনকে অভ্যর্থনা জানায় টেস্ট স্বীকৃত অনেক দেশ। আর রাতের কৃত্রিম আলোতে দিবা-রাত্রির টেস্ট আয়োজন কিংবা প্রবর্তনে বড় ভূমিকা রাখে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।  


তবে মাঝের ২ বছরে অনেক দেশই দিবা-রাত্রির টেস্টে অংশ নিলেও চলমান অ্যাশেজ প্রথমবারের মত দিবা-রাত্রি টেস্টের মুখ দেখে। এবারের অ্যাশেজে অ্যাডিলেডের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হয়েছিলো দিনের সূর্য ও রাতের কৃত্রিম আলোয়।


কিন্তু ইংলিশদের ভূমিকায় গড়া দিবা-রাত্রির এই টেস্ট নিয়েই এবার আপত্তি জানাচ্ছে স্বয়ং ইংল্যান্ড। আগামী অ্যাশেজে গোলাপি বলে হবেনা বলেই জানিয়ে দিয়েছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নির্বাহী প্রধান টম হ্যারিসন।



promotional_ad

এমনকি দিবা-রাত্রির টেস্ট ম্যাচের জন্য সঠিক সময়, সঠিক স্থান ও সঠিক কন্ডিশন জরুরী বলেও জানান ইংলিশ ক্রিকেট বোর্ডের প্রধান কর্তা।  বুধবার মেলবোর্ন এবিসি নিউজকে দেয়া এক সাক্ষৎকারে হ্যারিসন জানান, ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত অ্যাশেজে গোলাপি বল থাকছে না। 


ডে-নাইট টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েও সেখান থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে, এটা সম্ভব নয়।  আমরা এমন একটা ফরম্যাট পেয়েছি যেটা অসাধারণ কাজ করে। তবে ডে-নাইট ম্যাচের জন্য সঠিক সময়, সঠিক স্থান ও সঠিক কন্ডিশন জরুরী।  আমি মনে করি সেজন্য আমাদের আরো অপেক্ষা করা উচিৎ।’


এদিকে ইংল্যান্ডের এ সিদ্ধান্তে কোন আপত্তি জানায়নি অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, ইসিবির’র এ সিদ্ধান্তে তাদের কোন অসুবিধা নেই। তিনি বলেন, ‘আমরা এর (ডে-নাইট ফরম্যাটের) সমর্থক, আমরা অস্ট্রেলিয়ায় এ ফরম্যাটের সাফল্য দেখেছি। কিন্তু নিজের কন্ডিশন সম্পর্কে টমই ভালো জানেন।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball