promotional_ad

দ্বিগুণ হচ্ছে কোহলিদের বেতন

promotional_ad

কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি। এরই মধ্যে বেতন ভাতা দ্বিগুণ হওয়ার সুখবর পেয়েছেন তিনি। শুধু ভারতীয় অধিনায়কই নয়, বেতন ভাতা বাড়ছে ভারতীয় ক্রিকেটারদের সবার।




ভারতীয় ক্রিকেটারদের বেতন কাঠামোয় প্রায় ২০০ কোটি রুপি যোগ করার প্রস্তাব করেছে প্রশাসনিক কমিটি। এতে কোহলিদের বেতন বেড়ে প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে। যদিও এই বিষয়টি এখনও প্রস্তাবের পর্যায়েই রয়েছে। এখন অপেক্ষা শুধু বিসিসিআইয়ের সাধারণ কমিটির অনুমোদনের জন্য।





promotional_ad

বর্তমানে কোহলিদের বেতন বাবদ ১৮০ কোটি রুপি খরচ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই প্রস্তাব অনুমোদিত হলে তা বেড়ে দাঁড়াবে ৩৮০ কোটি রুপিতে। জাতীয় দলের ক্রিকেটারদের সাথে সব স্তরের ক্রিকেটারদের বেতন বাড়াচ্ছে বিসিসিআই।




শীর্ষস্থানীয় ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে বিসিসিআইয়ের রাজস্বের ২৬ শতাংশ ক্রিকেটারদের বেতন দিতে খরচ করা হয়। এর মধ্যে ১৩ শতাংশ পান আন্তর্জাতিক ক্রিকেটাররা, ১০.৬ শতাংশ ঘরোয়া ক্রিকেটার এবং ২.৪ শতাংশ নারী ও জুনিয়র ক্রিকেটারদের বেতন ভাতায় খরচ হয়।





২০১৭ সালে ৪৬টি ম্যাচে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ভিরাট কোহলি। এর ফলে, বিসিসিআই তাঁকে দিয়েছে ৫.৫১ কোটি রুপি। এই প্রস্তাব অনুমোদিত হলে ১০ কোটি রুপিরও বেশি আয় করবেন এই ভারতীয় অধিনায়ক। রঞ্জি ট্রফি খেলা ক্রিকেটারদের মধ্যে যারা ১২ থেকে ১৫ লাখ রুপি আয় করেন, তাঁর বেতনও বেড়ে ৩০ লাখ পর্যন্ত ছুঁতে পারে।




বিসিসিআইয়ের এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ‌‘বিসিসিআইয়ের রাজস্বের উৎস তো এই ক্রিকেটাররাই। এদের বেতন বাড়াতে আরও ২০০ কোটি রুপি কি কাঠামোতে যোগ করা যায় না?’ সূত্র আরও নিশ্চিত করেছেন বোর্ডের বিশেষ সাধারণ সভায় এই প্রস্তাব উত্থাপন করবেন সৌরভ গাঙ্গুলী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball