promotional_ad

১১৫ বছরের রেকর্ড ধরে রাখলো অস্ট্রেলিয়া

promotional_ad

অ্যাডিলেডে অ্যাশেজের দ্বিতীয় টেষ্টে ইংলিশদের ১২০ রানে হারিয়ে সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অজিদের ছুঁড়ে দেয়া ৩৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্রুত টপ অর্ডার ব্যাটসম্যানদের হারালেও দলনায়ক জো রুটের দৃঢ়তায় ১৭৬ রানে চতুর্থদিন শেষ করেছিলো ইংলিশরা। 


চতুর্থ দিনে ৬২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারালেও ৬ উইকেট হাতে রেখে জয় থেকে ১৭৮ রান দুরে থেকে চতুর্থ দিন শেষ করে রুট বাহিনী। সিরিজ সমতা ফেরাতে দুই ব্যাটসম্যান জো রুট ও ক্রিস ওকস পঞ্চমদিনের খেলা শুরু করেন। কিন্তু দিনের শুরুতেই ইংলিশ ব্যাটসম্যানদের ভেলকি দেখান অজি পেসার জস হ্যাজেলউড। 


প্রথম ওভারের দ্বিতীয় বলে ক্রিস ওকসকে টিম পেইনের ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়ে দেন ডানহাতি এই পেসার। এরপর দিনের তৃতীয় ওভারে আবারো ইংলিশ শিবিরে আঘাত হানেন হ্যাজেলউড। স্কোরবোর্ডে মাত্র ১ রান যোগ করেই বিদায় নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। 


সবমিলিয়ে, টেষ্টের পঞ্চম দিনে এসে ইংলিশ ব্যাটসম্যানরা মাত্র ২২.২ ওভার ব্যাট করতে সমর্থ হয়। দিনের শুরুতেই স্টার্ক-হ্যাজেলউড-কামিন্সদের সামনে অসহায় আত্মসমর্পণ করে স্কোরবোর্ডে মাত্র ৫৭ রান যোগ করে গুড়িয়ে যায় সফরকারীরা। তাতেই ১২০ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় গতবারের অ্যাশেজ জয়ীদের। 



promotional_ad

ইংলিশদের গুঁড়িয়ে দিয়ে সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার ম্যাচে বোলিংয়ের মূল নেতৃত্ব দেন পেসার মিচেল স্টার্ক। বাঁহাতি এই গতিদানব একাই তুলে নেন ৫ উইকেট। অন্য দুই বোলার জস হ্যাজেলউড ও নাথান লায়ন শিকার করেন দুই উইকেট। এছাড়া পেসার প্যাট কামিন্স নেন একটি উইকেট। 


এর আগে শন মার্শের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৪২ রান করেছিলো স্বাগতিকরা। জবাবে নিজেদের প্রথম ইনিংস ২২৭ রানে গুঁড়িয়ে যায় ইংলিশরা। তবে জেমস অ্যান্ডারসন ও ক্রিস ওকসের অসাধারণ বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩৮ রানে অলআউট হয় স্মিথ বাহিনী।


এই দুই ইংলিশ পেসার মিলে অজিদের দ্বিতীয় ইনিংসে ৯উইকেট তুলে নেন। এরপর ইংলিশদের সামনে লক্ষ্য নির্ধারিত হয় ৩৫৪ রানের। এই লক্ষ্যে খেলতে নেমে অজি পেসারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২৩৩ রানেই অল আউট হয়ে যায় রুট-কুকরা। ফলে ১২০ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্মিথ বাহিনী। 




প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন শন মার্শ। এই টেস্টে জয় পেতে হলে অবশ্য ইংলিশদের রেকর্ডই গড়তে হতো। ১৯০২ সালে অ্যাডিলেডে এর আগে টেষ্টে সর্বোচ্চ ৩১৫ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া।


এছাড়া আর কোন দল চতুর্থ ইনিংসে ৩০০ রানের উপরে তাড়া করে অজিদের এই মাঠে জিততে পারেনি। এমনকি ১৯৪৮ সালে অ্যাশেজে সর্বোচ্চ ৪০৪ রান তাড়া করে জিতেছিল অজিরা। এছাড়া আর কোন দল ৩৫০ এর উপরে রান তাড়া করে অ্যাশেজে জিততে পারেনি কোন দল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball