promotional_ad

গ্র্যান্ডহোমের অভিষেক সেঞ্চুরিতে চালকের আসনে নিউজিল্যান্ড

promotional_ad

ওয়েলিংটন টেস্টের নিয়ন্ত্রণ এখন অনেকটাই স্বাগতিক নিউজিল্যান্ডের হাতে। কারণ  সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে দ্বিতীয় দিন শেষে রানের পাহাড় গড়েছে তারা।


ক্যারিবিয়ানদের করা ১৩৪ রানের জবাবে শনিবার অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমের অভিষেক সেঞ্চুরির সুবাদে ৯ উইকেটে  ৪৪৭ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে কিউইরা। ফলে সফরকারীদের থেকে ৩১৩ রানের বিশাল ব্যবধানে এগিয়ে আছে তারা। 


টেস্টের দ্বিতীয় দিন ২ উইকেটে ৮৫ রান নিয়ে খেলা শুরু করেছিলো স্বাগতিকরা। তবে ব্যাটিংয়ে নেমে খুব বেশীক্ষণ টিকতে পারেননি আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান জিত রাভাল। ১০৯ রানের মাথায় রাভালকে ফিরিয়ে দিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন ক্যারিবিয়ান পেসার কেমার রোচ।


রোচের করা বলটি  ব্যাটের কানায় লেগে উইকেট রক্ষক শেন ডওরিচের গ্লাভসে জমা পড়লে ৪২ রান নিয়েই মাঠ ছাড়তে হয় বাঁহাতি ব্যাটসম্যান রাভালকে। এরপরই অবশ্য রস টেইলর ও হেনরি নিকোলসের ব্যাটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিক কিউইরা। 


এই দুই ব্যাটসম্যান ১২৭ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত গড়ে দেন। টেইলর তাঁর টেস্ট ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরির পথে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। কিন্তু ৮৪তম ওভারে বোলিংয়ে এসে তাঁকে ৯৩ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠান কেমার রোচ।



promotional_ad

যদিও শুরুতে আম্পায়ার তাঁকে আউট দেননি। তবে রিভিউ নেয়ায় পরবর্তীতে টেইলরকে আউট দেয়া হয়।  টেইলর ফিরে গেলে কিছুক্ষণ পর ২৭২ রানের মাথায় হেনরি নিকোলসকে (৬৭) ফাইন লেগ অঞ্চলে শ্যানন গ্যাব্রিয়েলের হাতে ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন মিগুয়েল কামিন্স। 


মাত্র ৯ রানের মাথায় ফিরতে হয় মিচেল স্যান্টনারকেও। ১৭ রান করে কামিন্সের বলে সরাসরি বোল্ড হয়ে যান তিনি। স্যান্টনার ফিরে গেলেও আসার প্রদীপ হয়ে ক্রিজে ছিলেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। 


উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্লান্ডেলকে সাথে নিয়ে ১৪৮ রানের জুটি গড়েন তিনি। আর এই জুটি গড়ার পথে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন গ্র্যান্ডহোম। শেষ পর্যন্ত ১০৫ রানে রস্টন চেজের শিকার হয়ে ফিরে গেলেও দলকে শক্ত অবস্থানে (৪২৯) নিয়ে যান ৩১ বছর বয়সী এই কিউই অলরাউন্ডার।  


তবে গ্র্যান্ডহোমের আউটের সাথে সাথে কিউইদের দ্রুত আরো দুইটি উইকেট ফেলে দিতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা। যদিও দিনের খেলা শেষ হওয়ার আগে স্বাগতিকদের অলআউট করতে পারেনি ক্যারিবিয়ানরা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৪৪৭ রান নিয়ে খেলা শেষ করেছে তারা। তৃতীয় দিন ৫৭ রান নিয়ে খেলতে নামবেন টম ব্লান্ডেল। আর ২ রান নিয়ে তাঁকে সঙ্গ দিবেন ট্রেন্ট বোল্ট। 


ক্যারিবিয়ানদের পক্ষে এখন পর্যন্ত সবথেকে সফল বোলার কেমার রোচ। ৭৩ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও মিগুয়েল কামিন্স ও রস্টন চেজ পেয়েছেন ২টি করে উইকেট। 



এর আগে টেস্টের প্রথম দিন কিউই পেসার নেইল ওয়াগনারের বোলিং তোপে রীতিমত বিধ্বস্ত হতে হয়েছিলো সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে। মাত্র ৩৯ রানে ৭ উইকেট নিয়ে একাই ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসের ব্যাটিং লাইন আপে ধ্বস নামান ৩১ বছর বয়সী ওয়াগনার। 


আর ওয়াগনারের তান্ডবে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে মাত্র ১৩৪ রানে অলআউট হতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। জবাবে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ৮৫ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিলো স্বাগতিক নিউজিল্যান্ড। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball