promotional_ad

বিশ্বকাপ ব্যর্থতায় পদত্যাগ করলেন লঙ্কান বোর্ডের সচিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

বিশ্বকাপের এবারের আসরে শুরু থেকেই ধুঁকছে শ্রীলঙ্কা। ৭ ম্যাচ খেলে তারা মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে। এমন পারফরম্যান্সের পর তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তারা ৫৫ রানে অল আউট হয়েছে। সেই ম্যাচে ভারতের বিপক্ষে ৩০২ রানের হারের ক্ষত এখনও দগদগে।


এমন পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়েছে ক্রিকেট শ্রীলঙ্কা। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় বোর্ডকে কারণ দর্শানোর জন্য হুঁশিয়ার করে দিয়েছে। এরই মধ্যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা পদত্যাগ করেছেন। তিনি শনিবার কোনোধরনের বিবৃতি ছাড়াই এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।



promotional_ad

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে এসএলসির কার্যনির্বাহী কমিটিকে পদত্যাগ অথবা কঠোর ব্যবস্থার জন্য তৈরি থাকতে বলেছিল দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। জবাবদিহিতার মুখোমুখি হওয়ার আগেই সরে দাঁড়িয়েছেন মোহন ডি সিলভা। তবে লঙ্কান গণমাধ্যমের দাবি ব্যক্তিগত কারণেও পদত্যাগ করতে পারেন তিনি।


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী বোর্ডের কাজে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই ক্রীড়া মন্ত্রণালয়ের। এমন আইন থাকার পরও ক্রিকেট বোর্ডের কার্যকলাপে বেশ ভালোভাবেই জড়িয়ে আছে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়।


এর আগেও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। এ ছাড়া গত এক বছর ধরেই বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট এই মন্ত্রণালয়ের সঙ্গে উষ্ণ সম্পর্ক চলছিল। এরই প্রতিফলন দেখা গেছে শ্রীলঙ্কার বিশ্বকাপ ব্যর্থতার পর।



ভারতের বিপক্ষে হারের পর ইএসপিএন ক্রিকইনফোকে লঙ্কান বোর্ডের এক কর্মকর্তা বলেছিলেন, 'মূলত দলের এমন বাজেভাবে হার দলের কৌশল, প্রস্তুতি এবং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। লঙ্কান ক্রিকেট বোর্ড কখনোই দলের ভেতরের ব্যাপারে নাক গলায় না। তবে বোর্ড বিশ্বাস করে ম্যাচে যে পারফরম্যান্স তারা করছে এতে দায়িত্ববোধ ও স্বচ্ছতার প্রয়োজন রয়েছে।'


এর একদিন পরই বোর্ডটির সেক্রেটারি ডি সিলভা ছাড়লেন নিজের দায়িত্ব। এর আগে শ্রীলঙ্কা ক্রীড়া মন্ত্রী রোহান ফার্নান্দো গতকাল এক বৃবিতিতে বলেন, 'শ্রীলঙ্কা ক্রিকেট কর্মকর্তাদের পদে থাকার কোনও নৈতিক অধিকার নেই। তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball