টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে ওয়ানডে দলে চ্যাপম্যান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির
২ ঘন্টা আগে
পাকিস্তানের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ৫৭ বলে ১০৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন মার্ক চ্যাপম্যান। এমন পারফরম্যান্সের পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার।
পাঁচ ম্যাচে তার নামের পাশে রয়েছে ২৯০ রান। সিরিজের সর্বোচ্চ সংগ্রাহকও হয়েছেন তিনি। যদিও সিরিজটি ২-২ ব্যবধানে ভাগাভাগি করেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত মাত্র ৭টি ওয়ানডে খেলেছেন চ্যাপম্যান। এর মধ্যে দুটি ছিল হংকংয়ের হয়ে।

২০১৮ সালের প্রথমবারের মতো কিউইদের হয়ে ওয়ানডে খেলেছিলেন চ্যাপম্যান। সর্বশেষ ২০২২ সালের জুলাইয়ে নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে খেলেছিলেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার।
২০২৭ সালে নিউজিল্যান্ডেও আসছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ
৭ ঘন্টা আগে
চ্যাপম্যানকে নিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেছেন, 'টি-টোয়েন্টির সেরা বোলিং আক্রমণের বিপক্ষে মার্ক যেভাবে খেলেছে এটা অসাধারণ। পঞ্চম টি-টোয়েন্টিতে ম্যাচ জেতানো ইনিংসটি অবশ্যই বিশেষ কিছু এবং তার মতো একজনকে আমরা ওয়ানডে দলে যুক্ত করতে পেরে আনন্দিত।'
টম ব্লান্ডেল ও হেনরি নিকোলসও ওয়ানডে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। যদিও টি-টোয়েন্টি দলে থাকা ড্যান ক্লেভারকে দেশে ফিরে যেতে হচ্ছে। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ এপ্রিল থেকে। সিরিজের শেষ ম্যাচ হবে ৭ মে।
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড-
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, চ্যাড বউস, মার্ক চ্যাপম্যান, ম্যাট হ্যানরি, বেন লিস্টার, কোল ম্যাককনি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস। রাচিন রবীন্দ্র, হ্যানরি শিপলি, ইস সোধি, ব্লাইয়ার টিকনার ও উইল ইয়ং।