সিরিজের মাঝপথে দেশে ফিরে গেলেন কামিন্স

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘গিলকে থামাতে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন আর্চার’
১৫ ঘন্টা আগে
চলতি ভারত সফরটি ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। রোহিত শর্মাদের বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। সিরিজের দুই ম্যাচ বাকি থাকতেই এবার দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
জানা গেছে পারিবারিক কারণে তাকে দেশে ফিরতে হয়েছে। যদিও কামিন্সের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য বিস্তারিত জানানো হয়নি। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চ। ইন্দোরে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচের আগেই ভারতে ফেরার কথা রয়েছে কামিন্সের।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে কামিন্স ঠিক সময়ে ভারতে ফিরতে না পারলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে স্টিভেন স্মিথকে। ২০২১ সালে কামিন্স টেস্ট অধিনায়ক হওয়ার পর দুইবার ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন স্মিথ।
আপাতত ওয়ানডে খেলার আগ্রহ নেই ডেভিডের
১৪ মিনিট আগে
দিল্লিতে অনুষ্ঠিত সর্বশেষ টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে একমাত্র পেসার ছিলেন কামিন্স। যদিও দ্বিতীয় ইনিংসে বলই হাতে নেননি তিনি। ইন্দোরে কামিন্স খেলতে না পারলে একাদশে থাকতে পারেন মিচেল স্টার্ক বা জস হ্যাজেলউডের মধ্যে যেকোনো একজন।
এ ছাড়া অস্ট্রেলিয়ার স্কোয়াডে আছেন আরও দুই বিশেষজ্ঞ পেসার স্কট বোল্যান্ড ও ল্যান্স মরিস। ভাঙা আঙুলের কারণে প্রথম দুই টেস্টে খেলতে পারেননি পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। কামিন্সের বদলি হিসেবে চাইলে তাকেও খেলাতে পারে অস্ট্রেলি???া।
এদিকে দিল্লি টেস্টে মাথায় আঘাত পেয়ে কনকাশন সাব হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তিনি কুনুইয়েরও চোটে ভুগছেন। চোট সমস্যা রয়েছে টড মারফিরও। যদিও তারা পরবর্তী টেস্টে খেলতে পারবেন কিনা বিস্তারিত এখনও জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।