promotional_ad

'শিক্ষক' ওয়াকারের সান্নিধ্যে বদলে গেছেন শাহিন শাহ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান ক্রিকেট দলের পেস বোলিং কোচ ওয়াকার ইউনুসের সান্নিধ্যে থেকে নিজেকে পরিবর্তন করেছেন শাহিন শাহ আফ্রিদি।


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্টের মাধ্যমে 'শিক্ষক' ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তরুণ এই বাঁহাতি পেসার।  



promotional_ad

গত বছরের সেপ্টেম্বরে আজহার মাহমুদের পরিবর্তে ওয়াকার ইউনুসকে বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


ওয়াকারের তত্ত্বাবধানে উত্তরোত্তর উন্নতি করেছে দলের তরুণ পেসাররা। এই তালিকায় রয়েছেন ২০ বছর বয়সী শাহিন শাহও। নিজের বোলিং গুরুর প্রতি সম্মান জানাতে তাই ভোলেননি তিনি।


টুইটারে ওয়াকারকে উদ্দেশ্য করে শাহিন শাহ লিখেছেন, 'যখন আপনার শিক্ষক কোনো কথা বলে তখন আপনাকে সেটা গুরুত্বসহকারে শুনতে হবে। এরপর আপনাকে সেটা পুরোপুরি ঢেলে দিতে হবে খেলায়।' 



বল হাতে বর্তমানে দারুণ ফর্মে আছেন শাহিন শাহ আফ্রিদি। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও নিজের বোলিং কারিশমা দেখিয়েছেন তিনি। প্রথম ওয়ানডেতে ৪৯ রান খরচায় ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষ শিবিরে ধ্বস নামান এই তরুণ পেসার।


দ্বিতীয় ম্যাচে কোনো উইকেট না পেলেও ১০ ওভার বোলিং করে মাত্র ৩৬ রান দেন শাহিন শাহ। প্রতিভাবান এই পেসারকে নিয়ে এর আগে আস্থা প্রকাশ করেন কিংবদন্তি ওয়াকারও। তাঁর আস্থার এই প্রতিদান দারুণভাবেই দিচ্ছেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball