promotional_ad

জন্মভূমিতে ফিরতে পেরে রোমাঞ্চিত সিকান্দার রাজা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


১৯৮৬ সালের ২৪ এপ্রিল পাকিস্তানে জন্মগ্রহণ করেন সিকান্দার রাজা। কিন্তু মাত্র ১৫ বছর বয়সে নিজের বাবা-মার সঙ্গে জিম্বাবুয়েতে চলে আসেন তিনি। এরপর থেকে সেদেশের হয়েই ক্রিকেট খেলে আসছেন ৩৪ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার। 


তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান সফরে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর এই দলের সঙ্গে নিজ মাতৃভূমিতে আবারও পা রেখেছেন সিকান্দার রাজা। 



promotional_ad

দীর্ঘ দিন পর জন্মভূমিতে ফিরতে পেরে স্বভাবতই বেশ রোমাঞ্চিত রাজা। তিনি বলেন, 'পাকিস্তানের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। এখানে আমার অনেক আত্মীয়-স্বজনরা রয়েছেন। কোভিড-১৯ এর কারণে যদিও বাইরে যাওয়ার অনুমতি নেই। সব সময়ের মতো এবারের পাকিস্তান সফরটাও আমার জন্য বিশেষ কিছু।' 


জিম্বাবুয়ে ক্রিকেট দলের সঙ্গে এই সফরে সঙ্গী হননি তাদের প্রধান কোচ লালচাঁদ রাজপুত। তবে তিনি না থাকায় খুব বেশি সমস্যা হবে না বলে বিশ্বাস করেন রাজা। তাঁর বিশ্বাস নিজেদের পরিকল্পনামাফিক কাজ করতে পারলে সিরিজে সাফল্য পাবে জিম্বাবুয়ে।


রাজা বলেন, 'ব্যক্তিগতভাবে আমি মনে করি প্রধান কোচ না আসায় আমাদের খুব বেশি ক্ষতি হয়নি। পাকিস্তানে আসার আগে কোচের সঙ্গে আমরা কাজ করেছি। পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে পারলে এই সফরে ভালো কিছু সম্ভব।'



জিম্বাবুয়ের হয়ে ১৫টি টেস্ট, ১০০টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সিকান্দার রাজা। টেস্টে ৩৪.৫৬ গড়ে এক হাজার ৩৭ রান সংগ্রহ করেন তিনি। যেখানে একটি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।


এছাড়া ওয়ানডেতে ৩৪.৫৮ গড়ে ২ হাজার ৮০১ রান করেন রাজা। এই ফরম্যাটে ৩টি সেঞ্চুরিসহ ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে এই অভিজ্ঞ ক্রিকেটারের। আর ১০৪.৯০ স্ট্রাইক রেট এবং ১৩.৩৭ গড়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪২৮ রান রয়েছে রাজার।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball