রিজওয়ানকে ওপেনিংয়ে খেলানোর পরামর্শ কামরানের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাট হাতে এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ ব্যাটিং করে টেস্ট দল অনেকটাই জায়গা পাকা করে ফেলেছেন।
তবে একসময়কার নিয়মিত ক্রিকেটার কামরান আকমলের মতে সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেকে প্রতিষ্ঠিত করতে আরো সময় প্রয়োজন ২৮ বছর বয়সী রিজওয়ানের। এর জন্য তাঁকে ওপেনার হিসেবে খেলানোর পরামর্শ দিয়েছেন কামরান।

এক সাক্ষাৎকারে ৫৩টি টেস্ট এবং ১৫৭টি ওয়ানডে খেলা কামরান আকমল বলেন, 'সে (রিজওয়ান) টেস্টে ভালো করেছে। তবে আমার মনে হয়, ছোট ফরম্যাটে বিশেষ করে টি-টোয়েন্টিতে জায়গা করে নিতে সংগ্রাম করছে সে। একমাত্র সমাধান হলো রিজওয়ানকে ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত করা। এটা তাকে দলে শুধু অপরিহার্যই করবে না, টিম কম্বিনেশনটাও দুর্দান্ত হবে।’
টেস্ট ছাড়া অন্য ফরম্যাটে রিজওয়ানকে খেলানোর জন্য নির্বাচকদেরও একটি পরামর্শ দিয়েছেন কামরান। তিনি বলেন, 'এখানে একটা সতর্কতাও আছে। নির্বাচকদের অনুরোধ করব যদি তারা রিজওয়ানকে অন্য ফরমেটেও খেলান, তবে তাকে আলাদা ফরমেটে আলাদাভাবে দেখতে হবে। এমন যেন না হয়, টি-টোয়েন্টিতে খারাপ করায় টেস্ট দল থেকে জায়গা হারিয়ে ফেলল কিংবা তার বিপরীতটা হলো।’
ইংল্যান্ডের মাটিতে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দুটি হাফসেঞ্চুরিসহ ৪০.২৫ গড়ে ১৬১ রান করেন মোহাম্মদ রিজয়ান। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে ব্যাটিংয়েরই সুযোগ পাননি তিনি। সেকারণেই তিন ফরম্যাটের জন্য তাঁকে নিয়ে আলাদাভাবে চিন্তা করার আহ্বান জানিয়েছেন কামরান আকমল।