promotional_ad

এক লক্ষ রুপির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট খেলায় বয়স যে শুধুই একটি সংখ্যা সেটি প্রতিনিয়তই যেন প্রমাণ করে চলেছেন মোহাম্মদ হাফিজ। চল্লিশ ছুঁই ছুঁই (৩৯ বছর ৩২৯ দিন) হাফিজ এখনও দিব্যি দাপিয়ে বেড়াচ্ছেন মাঠে। 


ইংল্যান্ডের বিপক্ষে কিছুদিন আগে শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পাকিস্তানের এই তারকা অলরাউন্ডার। সিরিজে দুটি হাফসেঞ্চুরিসহ ১৭৬.১৩ স্ট্রাইকরেটে ১৫৫ রান করেন তিনি। 


এহেন পারফরম্যান্সের পর হাফিজকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু বোর্ডের সেই প্রস্তাব কালক্ষেপণ না করেই ফিরিয়ে দিয়েছেন তিনি। এর পেছনের কারণটা অবশ্য অমূলক নয় মোটেই।



promotional_ad

গত বছর ফর্মহীনতা এবং বয়সের অজুহাত দেখিয়ে হাফিজকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছিল পিসিবি। এবার ইংল্যান্ডের মাটিতে তাঁর দারুণ পারফরম্যান্স দেখে টনক নড়েছে বোর্ডের হর্তাকর্তাদের। ফলে হাফিজের সঙ্গে পুনরায় চুক্তি করতে চায় তারা।  


পিসিবির এই চুক্তিতে রাজি হলে মাসিক ১ লাখ পাকিস্তানি রুপির বেশি বেতন পেতেন হাফিজ। তবে পাকিস্তানের দৈনিক পত্রিকা দ্য  নিউজ ইন্টারন্যাশনালের  তথ্যমতে এরই মধ্যে নিজের সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি।


এর ফলে হাফিজকে সংরক্ষিত চুক্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এর মাধ্যমে মাসিক বেতনের পরিবর্তে শুধু ম্যাচ ফি এবং দৈনিক ভাতা পাবেন এই অভিজ্ঞ ক্রিকেটার। 


ইংল্যান্ডের মাটিতে নিজেকে আরো একবার প্রমাণ করা হাফিজের উন্নতি হয়েছে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও। ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। 



পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট, ২১৮ ওয়ানডে এবং ৯৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোহাম্মদ হাফিজ। টেস্টে ১০টি সেঞ্চুরি এবং ১২টি হাফ সেঞ্চুরিসহ ৩৭.৬৪ গড়ে ৩ হাজার ৬৫২ রান সংগ্রহ করেছেন তিনি।


ওয়ানডেতে ১১টি সেঞ্চুরি এবং ৩৮টি হাফ সেঞ্চুরির মালিক হাফিজ। এই ফরম্যাটে ৩২.৯০ গড়ে ৬ হাজার ৬১৪ রান সংগ্রহ করেন তিনি। এছাড়া ২৬.৮৩ গড় এবং ১১৯.৫৪ স্ট্রাইক রেটে আন্তর্জাতিক টি- টোয়েন্টিতে ২ হাজার ১৪৭ রান রয়েছে হাফিজের।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball