promotional_ad

শোয়েবকে উপযুক্ত জবাব দিলেন বাবর আজম

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে গত ৩০শে আগস্ট দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে পাকিস্তান। কিন্তু এত বড় পুঁজি পেলেও মরগানদের ব্যাটিং তান্ডবে ম্যাচটিতে পরাজিত হতে হয় তাদের। এরপরেই পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজমের কঠোর সমালোচনা করেন দেশটির সাবেক গতি তারকা শোয়েব আখতার। 


শোয়েবের মতে মাঠে থাকলেও নিজের করণীয় সম্পর্কে নাকি অবগত ছিলেন না বাবর। আর সেকারণেই নিজ থেকে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন তিনি। এই পরিপ্রেক্ষিতে বাবরকে হারিয়ে যাওয়া গরুর সঙ্গে তুলনা দেন শোয়েব। ম্যাচ চলাকালীন কয়েকবার সিনিয়র ক্রিকেটারদের কাছে পরামর্শ নেন বাবর। মূলত সেই বিষয়টিকেই ইঙ্গিত করেন শোয়েব।



promotional_ad

বাবরকে নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছিলেন, ‘বাবর আজমকে দেখে আমার মনে হয়েছে, সে যেন হারিয়ে যাওয়া গরু। সে মাঠে ছিল, কিন্তু জানত না কী করতে হবে। তার নিজে থেকে সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপূর্ণ। আর তা করতে পারলে ভবিষ্যতে সে ভালো অধিনায়ক হতে পারবে।’ 


শোয়েবের এরূপ মন্তব্যের পর অবশ্য চুপ থাকেননি বাবরও। সাবেক তারকা পেসারের মন্তব্যের জোর প্রতিবাদ জানিয়েছেন তিনি। পাকিস্তানের টি-টোয়েন্টি দলপতি বলেন, ‘আপনার হয়তো মনে হয়েছে, আমার সিদ্ধান্তগুলো অন্য আরেকজনের পরামর্শে নেয়া। তাহলে বলবো, আপনার ধারণা ভুল। আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন। তারা কিছু বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন এটা সত্যি। তবে চূড়ান্ত সিদ্ধান্তটা আমিই নিই।’


সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নেয়ার ব্যাখ্যাও দিয়েছেন বাবর। অভিজ্ঞ ক্রিকেটাররা মাঠে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করেন বলে বিশ্বাস করেন তিনি। বাবরে ভাষ্যমতে, 'সিনিয়রদের কাছ থেকে নেয়া পরামর্শ আমার জন্য শেখার বিষয়। এসব পরামর্শ মাঠে আমাকে ভাল সিদ্ধান্ত নেয়া শেখাবে। বোলার ও দলকে কিভাবে সামলাতে হবে সেটা ভালোভাবে শিখতেও সাহায্য করবে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball