promotional_ad

পাকিস্তান পেসারদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ওয়াকার

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পেস বোলারদের দিক থেকে পাকিস্তানের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন ওয়াকার ইউনিস। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক এবং বর্তমান বোলিং কোচ নিজ দেশের তরুণ পেসারদের নিয়ে প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।


গতি এবং অ্যাকুরেসি দিয়ে এরই মধ্যে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন দুই তরুণ শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ। আগামীতে এই দুই পেসারের মতো আরো অনেক বোলার উঠে আসবে বলে মনে করেন ওয়াকার।



promotional_ad

পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওয়েবসাইটে ওয়াকার বলেন, 'পেস বোলিং পাকিস্তান ক্রিকেটের ট্রেডমার্ক। বহু বছর ধরে অনেক দুর্দান্ত বোলার খেলেছে৷ আমি নিশ্চিত ভবিষ্যত উজ্জ্বল হবে৷ আমরা ইতোমধ্যে দেখেছি নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি দুর্দান্ত বোলার। ইংল্যান্ডের স্কোয়াডে অংশ নেওয়া মোহাম্মদ মুসা আর একজন৷ অনূর্ধ্ব-১৯ এ দু’জন ভালো রয়েছে। অবশ্যই মোহাম্মদ আব্বাস খুব পাকা এবং অভিজ্ঞ।’


একটা সময় ইংল্যান্ডের কাউন্টি দলে খেলতেন ওয়াকার। তাই ইংল্যান্ডের কন্ডিশন এবং আবহাওয়া সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল তিনি। কিংবদন্তি এই পেসারের মতে ইংল্যান্ডের মাটিতে অভ্যস্ত হতে পারলে নিজেদের আরো পরিণত করতে পারবেন পেসাররা। 


ওয়াকারের ভাষ্যমতে, 'আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে আপনি ইংল্যান্ডে খেলা, বিভিন্ন আবহাওয়া এবং গ্রাউন্ডের পরিস্থিতি, পিচ এবং মাঠের বাইরে জীবন থেকে অভ্যস্ত হওয়া থেকে আপনি কতটা শিখতে পারবেন।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball