এখনও সেরাটা দেননি পঞ্চাশ ঊর্ধ্ব ব্যাটিং গড়ের মালিক

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের নবনিযুক্ত ওয়ানডে অধিনায়ক বাবর আজমের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই মোহাম্মদ হাফিজের। ৩৯ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটারের মতে এখনও সেরাটা দেয়ার বাকি রয়েছে বাবরের।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন বাবর আজম। এরপর থেকে এখন পর্যন্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। ওয়ানডেতে ৭৪ ম্যাচে ৫৪.১৭ গড়ে ৩ হাজার ৩৫৯ রান সংগ্রহ করেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তাঁর ব্যাটিং গড় ৫০ এর ঊর্ধ্বে (৫০.৭২)। সবমিলিয়ে অসাধারণ এই প্রতিভাবান ব্যাটসম্যানের প্রশংসায় পঞ্চমুখ হাফিজ।

হাফিজ বলেছেন, 'সে পাকিস্তানের খুবই প্রতিভাবান একজন ক্রিকেটার। পাকিস্তানের হয়ে তার ৫ বছরের ক্যারিয়ারে সে অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে। যাই হোক, সে এখনো তার সেরাটা দিতে পারেনি। তার যে প্রতিভার প্রমাণ আমি পেয়েছি সেটা থেকেই এটা বলছি।'
নিজের সামর্থ্যের সুবিচার করে লম্বা সময় ধরে পাকিস্তানের হয়ে খেলবেন বাবর বলেও বিশ্বাস করেন হাফিজ। তাঁর ভাষ্যমতে, 'সে আমার ছোট ভাইয়ের মতো। আমি ওকে সামনাসামনিই বলে দিয়েছি যে ওর মধ্যে যে প্রতিভা আছে, তার ধারে কাছেও এখনো যেতে পারেনি। আমার বিশ্বাস লম্বা সময় ও পাকিস্তানের হয়ে খেলবে।'
মাত্র ২৫ বছর বয়সেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন বাবর আজম। গত বছর থেকেই টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে আসছিলেন বাবর। চলতি বছরের মে মাসে ওয়ানডে দলের দায়িত্বও তাঁর কাঁধে তুলে দেয়া হয়।
বাবর আজমের অধীনে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে হাফিজের। সেকারণে অধিনায়ক হিসেবে বাবর কেমন হবেন এর বিশ্লেষণ করতে পারেননি তিনি। তবে তাঁর প্রত্যাশা লম্বা সময় ধরে পাকিস্তানকে নেতৃত্ব দিতে সক্ষম হবেন বাবর।
৫৫টি টেস্ট এবং ২১৮টি ওয়ানডে খেলা হাফিজ বলেন, 'অধিনায়ক হিসেবে ওকে (বাবর) আমি খুব বেশি দেখিনি। ওর নেতৃত্বে আমি শুধু দুটি ম্যাচ খেলেছি। ওর নেতৃত্ব গুনের বিশ্লেষণ আমি করতে পারব না। তবে আমি আশা করি লম্বা সময় ধরে ও পাকিস্তানকে নেতৃত্ব দেবে।'