promotional_ad

বাংলাদেশ নয়, ভারতকে আতিথেয়তা দিতে বেশি আগ্রহী শ্রীলঙ্কা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আগামী শুক্রবার এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে বাংলাদেশ সিরিজ নিয়ে সিদ্ধান্ত জানাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তবে বাংলাদেশ সিরিজ অনিশ্চিত থাকলেও আগামী জুন-জুলাইয়ে ভারতকে আতিথেয়তা দিতে রাজি শ্রীলঙ্কা।


ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ দুটি যেন স্থগিত না করা হয় এই মর্মে বিসিসিআইয়ের কাছে অনুরোধও জানিয়েছে তারা। এরই মধ্যে এসএলসির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 



promotional_ad

বিসিসিআইয়ের কাছে পাঠানো একটি মেইলে এসএলসি জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে কোয়ারেন্টাইনের সকল প্রকার নিয়ম মেনে দর্শকশুন্য স্টেডিয়ামে ম্যাচগুলো আয়োজন করতে চায় তারা। মূলত ভারতের এই সফরটির সঙ্গে আর্থিক স্বার্থ জড়িত থাকায় এই অনুরোধ জানিয়েছে তারা। একই সঙ্গে বিসিসিআই সফর স্থগিত করলে বাংলাদেশের বিপক্ষে সিরিজও স্থগিত করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।


সূত্রটি জানিয়েছে, 'দর্শক না থাকলেও এসএলসি ভারতকে আতিথেয়টা দিতে প্রস্তুত। কারণ এখানে একটি রেভিনিউয়ের ব্যাপার আছে এবং সবগুলো ম্যাচ সাদা বলের। যদি বিসিসিআই সিরিজটি খেলতে রাজি থাকে তাহলে আলাদা ব্যাপার। তবে বিষয়টি সেটা না হলে অবশ্যই বাংলাদেশ সফরও স্থগিত করা হবে।'


অবশ্য শ্রীলঙ্কা সফরে আসতে হলে সরকারের অনুমতি প্রয়োজন হবে ভারতের। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় যা আপাতত হয়তো পাচ্ছে না তারা। বিষয়টি মাথায় রেখেই এসএলসির সেই সূত্র জানিয়েছে, 'এসএলসি বিসিআইয়ের বক্তব্য এবং সিদ্ধান্তের অপেক্ষায় আছে। তবে এটা (সফর) স্থগিত হতে পারে। 



আগামী জুলাইয়ের শেষের দিকে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে এসএলসির কাছ থেকে সিরিজটি নিয়ে এখন পর্যন্ত কোনো ধরণের সবুজ সংকেত পায়নি তারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball