রাসেলের বিপক্ষে সফলতার গল্প শোনালেন মাশরাফি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বের হার্ডহিটার ব্যাটসম্যানদের তালিকা করতে বলা হলে আন্দ্রে রাসেলের নাম এক থেকে পাঁচের মধ্যেই থাকবে নিঃসন্দেহে। বিশ্বের বাঘা বাঘা বোলারকে পিটিয়ে ছাতু করতে অনেকটাই ওস্তাদ এই ক্যারিবিয়ান তারকা।
অথচ সেই রাসেলই কিনা ব্যাটিং করতে গলদঘর্ম হতেন মাশরাফি বিন মুর্তজার বলে। বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়কের স্লোয়ার একেবারেই বুঝতে পারতেন না এই ডানহাতি ব্যাটসম্যান। সোমবার ফেসবুক লাইভে তামিম ইকবালের সঙ্গে এক আড্ডায় এসব তথ্য শেয়ার করেন মাশরাফি নিজেই।

মূলত মাশরাফিকে প্রশ্নটি করেছিলেন তামিমই। রাসেলের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, 'আমরা সবাই জানি রাসেল একজন বিগ হিটার। কিন্তু কি কারণে আপনার বল সে মারতে পারে না? আপনার জোরের কিংবা আস্তের বল কি ও বুঝতে পারে না?'
এই প্রশ্নের জবাবে মাশরাফি খোলাসা করেন রাসেলকে কব্জায় রাখার কৌশল। ক্যারিবিয়ান এই হার্ডহিটারকে বাগে আনার জন্য ভিন্ন ধরণের পন্থা অবলম্বন করেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।
মাশরাফি বলেছেন, 'ও আমাকে পেস বোলার ভাবে। ও শেষ বার আউট হওয়ার পর (বিপিএলে) বলে তোমাকে কেন আমি সবসময় মারতে পারি না। আমি বলি, তোমার সমস্যা আছে। তুমি মানসিক ভাবে সেট করে নিবা আমার স্লোয়ার ১১৭, জোরের রেট ১২০। তুমি জোরেরটা ভাবো ১৩০, স্লোয়ার ভাবো ১০৫।'
মাশরাফির কোনটি স্লোয়ার এবং কোনটি জোরের বল সেটি বুঝতেই হাপিত্যেশ করতে হয় রাসেলকে। আর এই ব্যবস্থা মাশরাফি নিজেই করে রেখেছেন। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, 'আমি ওকে বলেছি এভাবে ব্যাট চালালে তো হবে না, আর সব বোলারের মতো আমাকে ভাবলে তো হবে না। ওর মাইন্ড সেট আপে সমস্যা হয়ে যায়। মাঝেমধ্যে আমাকে ভাবে যে মিডিয়াম পেসার। কিন্তু ও জানে না যে কি আসছে।'