promotional_ad

বাজিকরদের প্রতি এত দরদ কিসের, প্রশ্ন মেহমুদের

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ম্যাচ পাতানোর সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িত পাকিস্তানের ক্রিকেটাররা। সেলিম মালিক থেকে শুরু করে হালের সালমান বাট কিংবা মোহাম্মদ আমির, অনেকের বিরুদ্ধেই উঠেছে দুর্নীতির অভিযোগ। কিন্তু এর পেছনে যারা কলকাঠি নাড়ে, সেই বাজিকরদের অধিকাংশই আড়ালে থেকে গেছে।


পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি খালিদ মেহমুদ তাই বাজিকরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ক্রিকেটারদের পাশাপাশি তাঁদের বাজিকরদেরও কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি। 



promotional_ad

বাজিকরের দেয়া প্রস্তাব গোপন করায় কয়েকদিন আগে উমর আকমলকে তিন বছরের নিষেধাজ্ঞা দেয় পিসিবি। মেহমুদের মতে শুরু থেকে বিষয়টিতে গুরুত্ব দিলে আজ এই পরিস্থিতি হতো না। এক্ষেত্রে সরাসরি বোর্ডকেই দুষেছেন তিনি। 


পাকিস্তানের গণমাধ্যম ডেইলি এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে মেহমুদ বলেন, ‘বাজিকরের প্রস্তাব গোপন করার কারণে উমর আকমলকে নিষিদ্ধ হতে হয়েছে। তাহলে পিসিবির উচিৎ এখন বাজিকরের বিপক্ষেও  ব্যবস্থা নেওয়া। বাজিকরদের প্রতি পিসিবির কীসের এত দরদ সেটাই আমি বুঝি না।'


বাজিকরদের বিপক্ষে ব্যবস্থা নেয়ার ক্ষমতা নেই পিসিবির জানিয়ে বক্তব্য দিয়েছিলেন পিসিবির আইন উপদেষ্টা তফাজ্জুল রিজভি। এই বিষয়টি নিয়েও আপত্তি তুলেছেন সাবেক বোর্ড সভাপতি মেহমুদ।



তাঁর ভাষ্যমতে, 'তফাজ্জুল রিজভি অদ্ভুত এক কারণ দেখিয়েছে। বাজিকরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নাকি পিসিবির নেই। পিসিবিতে এখন যদি কেউ চুরি করে তখনও কি বোর্ড একই কথা বলবে? নিশ্চই তারা পুলিশের কাছে গিয়ে অভিযোগ দাখিল করবে। তাহলে পিসিবি কেন বাজিকরদের বিপক্ষে ফৌজদারি তদন্তের অনুরোধ করতে পারছে না?’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball