promotional_ad

বাটলার-সাকিবদের পথে অ্যান্ডারসন

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রকোপে দুস্থদের সহায়তা করতে সাম্প্রতিক সময়ে নিজেদের বিভিন্ন স্মারক নিলামে তুলছেন ক্রীড়া ব্যক্তিত্বরা। এবার সেই খাতায় নাম লেখালেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন।


অ্যান্ডারসনের খেলা সবশেষ কেপটাউন টেস্টে নিজের ব্যবহৃত ব্যাট, জার্সি ও ম্যাচের স্টাম্প নিলামে তুলছেন তিনি। এসব স্মারকে তাঁর অটোগ্রাফ থাকছে। এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে করোনা মোকাবেলার কার্যক্রমে।



promotional_ad

টুইটারে কেপটাউন টেস্টের ব্যবহৃত ব্যাট ও স্টাম্প সম্বলিত একটি ছবি পোস্ট করে অ্যান্ডারসন লিখেন, ‘আমরা ‘গোওয়েল ফান্ডের’ জন্য ইবে (আমেরিকান বহুজাতিক ই-কমার্স সাইট) তে এই লটটি নিলামে তুলতে যাচ্ছি, যেখানে থাকছে আমার সবশেষ খেলা কেপটাউন টেস্টের অটোগ্রাফ সম্বলিত জার্সি, স্টাম্প ও ব্যাটটি।’


চলতি বছরের শুরুতে (জানুয়ারি) দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে ইংল্যান্ড ম্যাচটি জিতে ১৮৯ রানের বিশাল ব্যবধানে। অ্যান্ডারসন সেই ম্যাচে সাত উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে পাঁচটি ও দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট নেন তিনি।


বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার আগে নিলামে নিজের প্রিয় ব্যাট বিক্রি করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের ব্যাটটি বিক্রি হয় ২০ লাখ টাকায়।



বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুলও নিজের ব্যাট নিলামে তোলার আগ্রহ প্রকাশ করেছেন। 


ক্রিকেটারদের মধ্যে সবার আগে স্মারক নিলামে তোলার উদ্যোগ নেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। গতবছর বিশ্বকাপ ফাইনালের জার্সিটি বাটলার বিক্রি করেন বাংলাদেশি মুদ্রায় ৬৮ লাখ ৭ হাজার টাকায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball