promotional_ad

হান্ড্রেড কি বাঁচবে?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২১ পর্যন্ত ক্রিকেটের নতুন সংস্করণ দ্যা হান্ড্রেড স্থগিত হবার প্রবল সম্ভাবনা থাকলেও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টম হ্যারিসন সেটি পরোপুরি অস্বীকার করেছেন। তিনি জানান টুর্নামেন্টটি নিয়ে তাদের পরিকল্পনা তাদের রয়েছে। এবং ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভের পরে ইংলিশ ক্রিকেট পুনরায় গড়ার পক্ষে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করবে।


শুক্রবার (২৪ এপ্রিল) বিবিসিকে হ্যারিসন বলেন, 'দ্য হান্ড্রেড আয়োজন করার সিদ্ধান্ত ছিল দেশটিতে ক্রিকেটের বিস্তার করা। কভিড-১৯ এর প্রয়োজনীয়তা আরো বাড়িয়ে দিল আমাদের। আমরা দারুণ শক্ত অবস্থানে ছিলাম। ২০১৯ সালটি ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচের জন্য অসামান্য ছিল। বিবিসি এবং স্কাইয়ের সঙ্গে নতুন করে চুক্তি করা রোমাঞ্চকর  একটি সূচনা যা আমাদেরকে অনুপ্রাণিত করবে।'



promotional_ad

তিনি আরও বলেন, 'দেশের ক্রিকেটর জন্য হ্যান্ড্রেড একটি লাভজনক বিষয়। এটি ক্রিকেটের জন্য সত্যই গুরুত্বপূর্ণ। কেননা এর মাধ্যমে মুনাফা লাভ করার সম্ভাবনা রয়েছে কেননা খেলাটি দর্শকদের মাঠে পুনরায় টানতে সহায়তা করবে।'


প্রথম মৌসুমে আনুমানিক ৫৮ মিলিয়ন পাউন্ড ব্যয়ের বিপরীতে ৫১ মিলিয়ন পাউন্ড অর্থ ঘরে আসার কথা ইসিবির। দ্য হান্ড্রেডের হোম সম্প্রচার স্বত্ব থেকে ৩৬.৫ মিলিয়ন, বৈদেশিক সম্প্রচার সত্ত্ব থেকে ৪ মিলিয়ন পাউন্ড, টিকিট বিক্রি থেকে ৬.৫ মিলিয়ন পাউন্ড এবং পৃষ্ঠপোষকতা থেকে বছরে ৪ মিলিয়ন পাউন্ডের মাধ্যমে এই অর্থ আসার কথা। যদিও ইসিবির সম্প্রচার সম্পর্কিত চুক্তিটি প্রাথমিকভাবে দ্য হান্ড্রেডের জন্য নয়, বরং একটি নতুন ধরনের টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য করা হয়েছিল।


এছাড়া এই টুর্নামেন্টের প্রতি মৌসুমে কাউন্টিগুলোর প্রতিটিকে ১.৩ মিলিয়ন পাউন্ড করে দেওয়ার কথা ইসিবির। তাই সব মিলিয়ে এই টুর্নামেন্ট আয়োজন না করলে প্রায় ৩৫ মিলিয়ন পাউন্ড বেঁচে যাবে তাদের। তাই করোনা পরবর্তী সময়েও এই টুর্নামেন্ট দিনের আলো দেখবে কিনা তা অনিশ্চিত।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball