promotional_ad

ঐতিহাসিক চারশ'র ১৬ বছর

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ঐতিহাসিক কোয়াড্রুপল সেঞ্চুরি'র ১৬ বছর পূর্ণ হল। ২০০৪ সালের এই দিনে সেন্ট জোন্সে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলেন ক্রিকেটের বরপুত্র খ্যাত লারা।


মোট ৭৭৮ মিনিট উইকেটে থেকে ৫৮২টি বল মোকাবেলা করেন তিনি। অনন্যসাধারণ এই ইনিংসে ছিল ৪৩টি চার ও চারটি ছক্কার মার।


promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির এই ইনিংসের পরে অনেক ব্যাটসম্যানই চেষ্টা করে যান তাঁর রেকর্ড ভাঙতে। কিন্তু টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের এই রেকর্ড যেন চির অধরা! গত ১৬ বছরে কয়েকটি ইনিংস অবশ্য সম্ভাবনা জাগানিয়া ছিল।


কিন্তু সেগুলোকে থামতে হয়েছে চারশ'র অনেক আগেই। যদিও লারা মনে করেন, যেকোনো সময়ই ভেঙে যেতে পারে তাঁর রেকর্ড।


গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আক্রমণাত্মক খেলোয়াড়রাই আসলে আমার রেকর্ড ভাঙার সামর্থ্য রাখে। যেমন- বর্তমানে ওয়ার্নার। আর অতীতে ক্রিস গেইল, সনাথ জয়সুরিয়া, ম্যাথু হেইডেন ও ইনজামাম উল হক।


বিরাট কোহলি ও রোহিত শর্মা- তারা যদি এক দিন বা দেড় দিন ব্যাট করে তবে নিশ্চিতভাবেই আমার রেকর্ড ভাঙতে পারবে। আশা করছি, সেই মুহূর্তটি দেখার জন্য আমি থাকব। আমি এটা মনে করি না যে রেকর্ড গড়া হয় অধরা থাকার জন্য।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball