promotional_ad

কেন্দ্রীয় চুক্তিতে ডাক পেলেন বিউরান হেন্ডরিক্স

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিউরেন হেনড্রিক্স। এ ছাড়া একরিক নর্টজে, ডুয়াইন প্রিটোরিয়াস এবং রসি ভ্যান ডার ২০২০-২১ মৌসুমের চুক্তিতে পদোন্নতি পেয়েছেন।


চুক্তিতে থাকা ১৬ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৪ জন নারী ক্রিকেটারেরও নাম ঘোষণা করেছে তারা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী জ্যাক ফল এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।



promotional_ad

তিনি বলেছেন, 'আমরা ১৬ জন পুরুষ এবং ১৪ জন নারী ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছি। আমরা মনে করি তারা বিভিন্ন ফরম্যাটে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারবে। এটি টেস্ট খেলোয়াড়দের পাশাপাশি যারা সীমিত ওভারের বিশেষজ্ঞ তাদেরকে নিয়েই চুক্তি করা হয়েছে।'


চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নিয়েই অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে প্রোটিয়ারা।


চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকাঃ টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, বিউরেন হেনড্রিক্স, রিজা হেন্ডরিক্স, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিক নর্টজে, আন্দিলে ফেহলুকায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি ও রসি ভ্যান ডার ডাসেন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball