promotional_ad

করোনা থেকে বাঁচতে ভাগ্যের সহায়তা চান অশ্বিন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতে ক্রমশ বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রুগীর সংখ্যা। এখন পর্যন্ত দেশটিতে ১৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মারা গেছেন ৪ জন। এই মরণঘাতী ভাইরাসের হাত থেকে বাঁচতে ভাগ্যের সহায়তা প্রয়োজন বলে মনে করেন ভারতের তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। 


করোনাভাইরাসের ব্যাপারে অজ্ঞ ব্যক্তির অভাব নেই ভারতের মতো জনবহুল দেশে। অশ্বিনের মতে এসব অজ্ঞ ব্যক্তির কারণেই ভারতের পরিস্থিতি ঘোলাটে হয়ে আসছে প্রতিনিয়ত। আর তাই ভাগ্যের উপরেই সব ছেড়ে দিয়েছেন তিনি।



promotional_ad

অশ্বিন বলেন, 'এখানে অনেক বেশি আতঙ্ক বিরাজ করছে। আবার একইসঙ্গে অজ্ঞতাও অনেক বেশি। ফলে পুরো পরিস্থিতিটাই ঘোলাটে হয়ে যায়। ভারতের মতো দেশে, ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে আপনাকে ভাগ্যের ওপরেও নির্ভর করতে হবে।’


ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে না পারলে করোনার বিস্তার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের এই তারকা ক্রিকেটার। অশ্বিনের বিশ্বাস করোনাকে আন্তর্জাতিক 'শ্ত্রু' হিসেবে বিবেচিত করতে না পারলে পরিত্রাণ নেই কারোই।


তাঁর ভাষায়,  ‘ভারত এমন একটা দেশ যেখানে রোগ পরিস্থিতি অনেক বাজে হতে পারে। কারণ ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা আমাদের একদমই কম। আমি একটা প্রতিবেদন পড়লাম, মহারাষ্ট্রে একজন করোনা আক্রান্ত রোগীকে তার প্রতিবেশিরাই নির্যাতন করছে। আমরা সবাই যে একটা নির্দিষ্ট শত্রুর বিপক্ষে লড়ছি, তা কেউ মাথায় নিচ্ছে না।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball