promotional_ad

অবসরের কারণ জানালেন আমির

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত বছরের জুলাইয়ে আচমকা টেস্ট ক্রিকেটকে বিদায় জানান পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। মাত্র ২৭ বছর বয়সী আমিরের এই সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েছিল ক্রিকেট বিশ্ব। ঠিক কি কারণে হুট করে অবসর নিলেন আমির তাই নিয়ে জল্পনা কল্পনা ছিল ক্রিকেট প্রেমীদের। 


অবশেষে দীর্ঘ দিন পর অবসরের প্রসঙ্গে মুখ খুলেছেন এই বাঁহাতি পেসার। হিন্দুস্থান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন ক্লান্তির কারণে সরে দাঁড়ান তিনি। একই সঙ্গে ফিটনেস ধরে রাখাটাও কঠিন ছিল আমিরের জন্য।



promotional_ad

পাকিস্তানের এই ২৭ বছর বয়সী পেসার বলেন, ‘আমার মনে হচ্ছিল, শরীরের ওপর দিয়ে বেশিই ধকল যাচ্ছে। মানিয়ে নিতে পারছিলাম না। ক্যারিয়ার বড় করার জন্য একটা সিদ্ধান্ত নিতেই হতো। আমার পরিবারের তাতে সমর্থন ছিল। আমি এখন তুলনামূলক ভালো অনুভব করছি, ফলও দেখা যাচ্ছে।’


অবশ্য বর্তমানে নিজের ফিটনেস নিয়ে বেশ সন্তুষ্ট আমির। টেস্টকে বিদায় জানানোর পর এক ফরম্যাটে মনোযোগ বেশি দিতে পারছেন বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্যমতে, 'আমি এখন বেশ ভালো বোধ করছি, আলহামদুলিল্লাহ। যখন আপনার মনোযোগ শুধু একদিকে থাকবে, মানসিক এবং শারীরিকভাবে সতেজ থাকতে পারবেন। এতে করে আপনি সেরাটা দিতে পারবেন এবং ভালো পারফর্ম করতে পারবেন।’


পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট খেলেছেন মোহাম্মদ আমির। যেখানে ৩০.৪৭ গড়ে ১১৯টি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ৬১টি ওয়ানডে এবং ৪৮টি টি-টোয়েন্টিতে তাঁর শিকার যথাক্রমে ৮১ ও ৫৯ উইকেট।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball