promotional_ad

বড় দলের সঙ্গে খেলার আকুতি ফারজানার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের কাছে প্রথম ম্যাচে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নামে সালমাবাহিনী। কিন্তু এবার আরো বিবর্ণ পারফরম্যান্স উপহার দিয়েছে তারা। 


বৃহস্পতিবার মেগ ল্যানিংদের সামনে একেবারেই দাঁড়াতে পারেনি বাংলাদেশ। শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রানের পুঁজি দাঁড়া করায় অজিরা। পাহাড়সম লক্ষ্যে খেলতে নামার পর ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৯ উইকেটে ১০৩ রানে থামে সালমারা। 



promotional_ad

ম্যাচ শেষে হতাশাজনক এই পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করেছেন টপ অর্ডার ব্যাটসম্যান ফারজানা হক। সর্বোচ্চ ৩৬ রান করা এই ডানহাতির মতে অপরিচিত প্রতিপক্ষ হওয়ায় তেমন সুবিধা করতে পারেননি তারা।  


এই ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনো খেলা হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ফলে ভিডিও ফুটেজ দেখেই অজিদের বোলিং এবং ব্যাটিং যাচাই করার চেষ্টা করেছেন জাহানারা, সালমারা। কিন্তু এতে যে খুব একটা কাজ হয়নি সেটি ম্যাচের ফলাফলেই জাজ্বল্যমান। এক্ষেত্রে বড় দলগুলোর বিপক্ষে আরো ম্যাচ খেলার আকুতি ঝরেছে ফারজানা হকের কণ্ঠে। 


২৬ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘ভালো দল হতে হলে ওদের সঙ্গে খেলতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা বড় দলের সঙ্গে নিয়মিত খেলতে পারি না। যদি বড় দলের সঙ্গে নিয়মিত খেলতে পারি তবে আমাদের ক্রিকেট আরও উন্নত হবে। আমরাও ভালো করব।' 



অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর অবশ্য তাদের কৌশল এবং শক্তিমত্তা সম্পর্কে একটি ধারণা পেয়েছে বাংলাদেশ। এটিকে পাথেয় করে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য ফারজানার।


তাঁর ভাষ্যমতে, 'অস্ট্রেলিয়া বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদের জন্য এটাই ছিল প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়ার বোলিং সামলানো তাই অবশ্যই কঠিন ছিল। কিন্তু প্রথম ম্যাচ খেলার পর কীভাবে এ বোলিং সামলানো যায়, সে অভিজ্ঞতা হলো। এ কন্ডিশন, এ বোলিং সবই তো আমাদের জন্য নতুন।  আমরা এখন বুঝতে শিখছি এমন বোলিং আক্রমণ কীভাবে সামলানো যায়, কীভাবে অস্ট্রেলিয়ার মতো দলের ব্যাটারদের আক্রমণ করা যায়।’     



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball