promotional_ad

জাহানারাদের লড়াইয়ের রসদ ভিডিও ফুটেজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার ক্যানবেরার মানুকা ওভালে মেগ ল্যানিংদের মুখোমুখি হবে সালমা-জাহানারারা। 


অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে কখনো না খেলায় ভিডিও ফুটেজ দেখে তাদের খেলার ধরন বুঝার চেষ্টা করছে বাংলাদেশ। ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে এরই মধ্যে অজিদের শক্তিমত্তা সম্পর্কে একটি ধারণা পেয়েছেন সালমারা। 



promotional_ad

অজানা প্রতিপক্ষ হলেও নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলে অস্ট্রেলিয়াকে হারাতে চায় বাংলাদেশ। ম্যাচের আগের দিন এমনটাই জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার জাহানারা আলম। ভারতের বিপক্ষে গত ম্যাচে পরাজয়ের গ্লানি ভুলে সামনে তাকাতে চান তিনি। 


জয়ের প্রত্যয় ব্যক্ত করে জাহানারা বলেন, 'আমরা জয়ের জন্য খেলবো। শেষ ম্যাচে কি হয়েছে সেটা নিয়ে ভাবছি না আমরা। এটা আমাদের চতুর্থ বিশ্বকাপ। তবে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছি। আমরা তাদের ভিডিও ফুটেজ দেখেছি। তবে আমরা জানি যে এটা অনেক বড় একটি প্ল্যাটফর্ম এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা সহজ নয়।'


বড় দলগুলোর বিপক্ষে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এরপরেও অবশ্য নিজেদের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী জাহানারা। এই আত্মবিশ্বাসকে পুঁজি করেই অঘটন ঘটাতে চায় তারা। 



জাহানারা বলেন, 'আমি মনে করি আমরা অনেক উন্নতি করছি। আমরা কিছুটা পিছিয়ে আছি যদিও, আমাদের বড় দলগুলোর বিপক্ষে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই, তবে আমরা টুর্নামেন্টে ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। অস্ট্রেলিয়া দলে অনেক বড় ক্রিকেটার রয়েছে। স্পিন এবং পেসের দিক থেকে তারা অনেক শক্তিশালী। আমাদেরও ভালো ক্রিকেটার রয়েছে, তবে আমাদের পরিকল্পনামাফিক খেলতে হবে।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball