promotional_ad

বৃহস্পতিবার কঠিন পরীক্ষার মুখে সালমাবাহিনী

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৮ রানে পরাজিত হয় বাংলাদেশ। এবার সালমাদের সামনে আরো বড় পরীক্ষা অপেক্ষা করছে।


বৃহস্পতিবার প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে টাইগ্রেসরা। ক্যানবেরার মানুকা ওভালে বাংলাদেশ সময় দুপুর দুইটায় মাঠে নামবে দুই দল। 


অস্ট্রেলিয়াকে হারাতে নিজেদের সেরা খেলাটাই যে খেলতে হবে সালমাবাহিনীকে এতে সন্দেহের অবকাশ নেই। কারণ অস্ট্রেলিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এগিয়ে থাকার পাশাপাশি স্বাগতিকদের সুবিধাও পাবে তারা।



promotional_ad

শুধু তাই নয়, এর আগে কখনোই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ফলে শুধুমাত্র ভিডিও ফুটেজ দেখেই তাদের খেলার ধরন বুঝতে চেষ্টা করছে জাহানারা-সালমারা। এতে কতটা সফল হবে তারা সেটা অবশ্য ম্যাচের দিনই বুঝা সম্ভব হবে।  


ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজিত হলেও একাদশ নিয়ে তেমন পরীক্ষা নিরীক্ষা হয়তো করতে চাইবে না বাংলাদেশ নারী দলের ম্যানেজমেন্ট। ফলে অপরিবর্তিত একাদশ নিয়েই ক্যানবেরাতে লড়াইয়ে নামার সম্ভাবনা রয়েছে তাদের।


অপরদিকে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ারও একাদশে পরিবর্তনের সম্ভাবনা তেমন নেই। শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বিপক্ষে আগের ম্যাচে ৫ উইকেটর জয় পায় মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া। তাই উইনিং কম্বিনেশন ঠিক রাখতে চাইবে তারা বাংলাদেশের বিপক্ষেও। 


বাংলাদেশ নারী ক্রিকেট দল একাদশ (সম্ভাব্য)- 



শারমিন সুলতানা, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা (উইকেটরক্ষক), ফারজানা হক, ফাহিমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), নাহিদা আকতার, পান্না ঘোষ। 


অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল একাদশ (সম্ভাব্য)- 


অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), বেথ মুনি, অ্যাশলেইগ গার্ডনার, মেগ ল্যানিং (অধিনায়ক), র‍্যাচেল হেনেস, নিকোলা ক্যারি, এলিস পেরি, জেস জোনাসেন, ডেলিসা কিমিন্স, মল্লি স্ট্র্যানো, মেগান স্কাট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball