promotional_ad

শান্তকে বেশীক্ষণ শান্ত রাখা যায়নি!

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সর্বশেষ ৩৯ ইনিংসে বাংলাদেশের উদ্বোধনী জুটি ১০০ রানের মুখ দেখেনি। বিশ্বকাপের পর থেকে নিজেদের পুরোদমে মেলে ধরতে পারছে না মুমিনুলবাহিনী।  টেস্টে টানা হারের মধ্যে দিয়ে যাচ্ছে তারা। বিশ্বকাপের পর আফগানিস্তানের কাছে টেস্টে হারের ক্ষত না ভুলতে না ভুলতেই ভারত এবং পাকিস্তানের মাটিতে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।


লঙ্গার ভার্সনে দলের বাজে সময়ে জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যর্থ হয়েছে ওপেনিং জুটি। দলীয় ১৮ রানে সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। শুরুতে উইকেট হারালেও আরেক ওপেনার তামিম ইকবালের সঙ্গে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। এই দুজনের ব্যাটে শুরুর ধাক্কা সামাল দেয় টাইগাররা।



promotional_ad

শুরুতে তামিম এরপর অধিনায়ক মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলের ইনিংস লম্বা করতে থাকেন শান্ত। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নামা এই বাঁহাতি ব্যাটসম্যান তুলে নেন প্রথম হাফ সেঞ্চুরি। এরপর সেঞ্চুরির পথেও হাটছিলেন তিনি।


তবে শান্তর সেঞ্চুরি হাঁকানোর স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়ান চার্লটন শুমা। ব্যক্তিগত ৭১ রানে উইকেটরক্ষক রেগিস চাকাভার হাতে ক্যাচ দিয়ে ডাগ আউটে ফেরেন শান্ত। দিন শেষে অবশ্য জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনের প্রশংসায় সিক্ত হয়েছেন ২১ বছর বয়সী শান্ত। 


সংবাদ সম্মেলনে আরভিন বলেন, 'শান্ত খুব ভালো ইনিংস খেলেছে। ভালো ভাবে টাইমিং করে খেলছিল সে। আমরা ওকে বেশি সময় শান্ত রাখতে পারিনি।সে ভালো ব্যাটিং করেছে।'  



বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষের দিকে এসে ব্যাট হাসতে শুরু করে শান্তর। খুলনা টাইগার্সের হয়ে তুলে নেন সেঞ্চুরি। এরপর থেকেই ভালো ছন্দে আছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। 


বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) মধ্যাঞ্চলের পক্ষে হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। ২৫৩ রানে অপরাজিত ছিলেন তিনি। মাঝে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ভালো শুরু পেলেও সেটাকে লম্বা করতে পারেননি শান্ত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball