অ্যাগারের হ্যাটট্রিকে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার রাজত্ব
ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ১০৭ রানের বিশাল ব্যবধানে হারায় অ্যারন ফিঞ্চের দল। এই সংস্করণে এটিই প্রোটিয়াদের সবচেয়ে বড় হার। ম্যাচটিতে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে হ্যাটট্রিক করেছেন অ্যাস্টন অ্যাগার। প্রথমটি ছিল ব্রেট লির।
হ্যাটট্রিক ছাড়াও ২৪ রান খরচায় ৫ উইকেট নেন অ্যাগার। প্রথম হ্যাটট্রিক তুলে নেয়ার পর আরও একবার হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন অ্যাগার। ডেল স্টেইন এবং কাগিসো রাবাদাকে পর পর দুই বলে ফেরালেও এক ম্যাচে দুই হ্যাটট্রিক নিতে পারেননি বাঁহাতি এই স্পিনার।
জয়ের জন্য ১৯৭ রানের লক্ষ্য পায় দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্যে ব্যাটিং করে স্বাগতিকরা গুটিয়ে যায় মাত্র ৮৯ রানে। যা এই সংকরণে প্রোটিয়াদের সর্বনিন্ম দলীয় রান। সর্বোচ্চ ২৪ রান আসে ফাফ ডু প্লেসির ব্যাট থেকে। ২২ রান করেন রাবাদা। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাগার ছাড়াও অ্যাডাম জাম্পা এবং প্যাট কামিন্স নেন দুটি করে উইকেট।

এর আগে প্রথমে টসে জিতে সফরকারী অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। মাত্র ৪ রানে ডাগ আউটে ফিরে যান ওপেনার ডেভিড ওয়ার্নার।
দ্বিতীয় উইকেট জুটিতে ৮০ রান যোগ করেন স্টিভ স্মিথ এবং অ্যারন ফিঞ্চ। তাবরাইজ শামসির বলে ৪২ রানে ফেরেন অজি অধিনায়ক। অধিনায়ক ফিরলেও রানের চাকা সচল রাখেন স্মিথ। ব্যক্তিগত ৪৫ রানে শামসির বলেই ফেরেন স্মিথ।
শেষের দিকে অ্যালেক্স ক্যারি এবং অ্যাস্টন অ্যাগার মিলে দলকে ১৫০'র ওপর নিয়ে যান। ক্যারি ২৭ করে ফিরলেও ৯ বলে ২০ রানে অপরাজিত থাকেন অ্যাগার। ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। ডেল স্টেইন এবং শামসি নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ১৯৬/৬ (২০ ওভার) (স্টিভ স্মিথ ৪৫, অ্যারন ফিঞ্চ ৪২) (ডেল স্টেইন ২/৩১)
দক্ষিণ আফ্রিকাঃ ৮৯ অল আউট (১৪.৩ ওভার) (ফাফ ডু পেসিস ২৪) (অ্যাগার ৫/২৪)