promotional_ad

তিন পেসার নিয়ে খেলবে বাংলাদেশ?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাওয়ালপিণ্ডির উইকেট বরাবরই বেশ পেস সহায়ক। এই রাওয়ালপিণ্ডি থেকেই উঠে এসেছেন শোয়েব আখতারের মতো কিংবদন্তি পেসার। ঐতিহাসিক সেই মাঠেই এবার পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। 


শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১১টায় আজহার আলীদের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে মুমিনুল হকের দল। রাওয়ালপিণ্ডির পেস বান্ধব উইকেটের কথা মাথায় রেখে পেস আক্রমণের প্রতি আস্থা রাখতে পারে টাইগাররা। 



promotional_ad

ফলে এই ম্যাচে তিন পেসার নিয়ে মাঠে নামার জোরালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে এবাদত হোসেন এবং আবু জায়েদ রাহির সঙ্গে রুবেল হোসেনকে দেখা যেতে পারে বাংলাদেশের একাদশে। এছাড়া একমাত্র স্পেশালিষ্ট স্পিনার হিসেবে খেলতে পারেন তাইজুল ইসলাম।


অপরদিকে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী থাকতে পারেন তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার নাজমুল হোসেন শান্তর উপর ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। তেমনটা হলে এই সাইড বেঞ্চে থাকতে পারেন সৌম্য সরকার।  


এদিকে প্রতিপক্ষ পাকিস্তানেরও তিন পেসার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে। শাহিন শাহ আফ্রিদির সঙ্গে মোহাম্মদ আব্বাস এবং নতুন পেস সেনসেশন নাসিম শাহের উপর ভরসা রাখতে পারে তারা। আর লেগ স্পিনার হিসেবে একাদশে অটোম্যাটিক চয়েজ থাকছেন ইয়াসির শাহ। 



বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)-  তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, রুবেল হোসেন।


পাকিস্তান একাদশ (সম্ভাব্য)- শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হারিস সোহেল, আসাদ শফিক, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball