promotional_ad

রাওয়ালপিণ্ডি টেস্টের আম্পায়ার তালিকা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৭ ফেব্রুয়ারি (শুক্রবার) রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 


রাওয়ালপিণ্ডি টেস্টের জন্য ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে ইংল্যান্ডের নাইজেল লং, নিউজিল্যান্ডের ক্রিস গাফানি এবং এবং দক্ষিণ আফ্রিকার মরিস ইরাসমাসকে। পাশাপাশি ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার রিচি রিচার্ডসন।



promotional_ad

অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন নাইজেল লং এবং ক্রিস গাফানি। অপরদিকে মরিস ইরাসমাসকে রাখা হয়েছে তৃতীয় আম্পায়ার হিসেবে। এই তিন আম্পায়ার ছাড়াও রিজার্ভ আম্পায়ার থাকবেন পাকিস্তানের শোজাব রাজা। 


এর আগে টি-টোয়েন্টি সিরিজের সবকয়টি ম্যাচে দায়িত্ব পালন করেন পাকিস্তানি আম্পায়াররা। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন রাওয়ালপিণ্ডি টেস্টে নিরপেক্ষ আম্পায়ার রাখা বাধ্যতামূলক থাকায় ভিন্ন দেশের আম্পায়াররা নিয়োগ দিয়েছে আইসিসি।  


আজহার আলীদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে এরই মধ্যে পাকিস্তানে পা রেখেছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। টেস্টের চূড়ান্ত লড়াইয়ে নামার আগে রাওয়ালপিণ্ডিতে একদিন অনুশীলনের সুযোগ পাবে টাইগাররা।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball