promotional_ad

বাংলাদেশের মতো দলের হারানোর কিছু নেইঃ মিসবাহ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট ক্রিকেটে পাকিস্তানের চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। শক্তিমত্তা এবং র‍্যাঙ্কিং কোনো দিক থেকেই পাকিস্তানের সমকক্ষ নয় মুমিনুল হকের দল। তবে এরপরেও বাংলাদেশকে হালকাভাবে নেয়ার পক্ষে নন পাকিস্তানের প্রধান নির্বাচক মিসবাহ উল হক।


রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ কঠিন পরীক্ষায় ফেলতে পারে বলে মনে করেন মিসবাহ। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মতে র‍্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা বাংলাদেশের হারানোর কিছু নেই বিধায় চাপ কম থাকবে তাদের। 



promotional_ad

মিসবাহ বলেন, 'দেখুন আমাদের আগে থেকে ভেবে বসে থাকলে হবে না যে এই দল দুর্বল আমরা আরামে জিতে যাবো। এমন দলের সাধারণত হারানোর কিছু থাকে না, চাপও কম থাকে। উল্টো চাপটা আমরা অনুভব করি। আমাদের কোথাও রিল্যাক্স হওয়ার সুযোগ নেই যদি আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করতে হয়। সব টেস্ট জেতার চেষ্টা করতে হবে বিশেষ করে ঘরের মাঠে।'


প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়ার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন মিসবাহ। আর সেই কারণে বাংলাদেশকে সহজভাবে নেয়ার পক্ষপাতী নন তিনি। রাওয়ালপিন্ডি টেস্টে ভালো খেলে জয় ছিনিয়ে আনতে চান পাকিস্তানের প্রধান নির্বাচক।


মিসবাহর ভাষ্যমতে, 'প্রতিপক্ষ নিয়ে বাড়তি চিন্তা করার চেয়ে ভালো আমরা আমাদের নিয়ে ভাবি। আমরা সর্বশেষ সিরিজে শ্রীলংকার সঙ্গে যেভাবে খেলেছি আমাদের সেটা দেখতে হবে। আমরা কিভাবে উন্নতি করতে পারি সেটায় মনোযোগ দিতে হবে। বিশেষ করে ফাস্ট বোলারদের ক্ষেত্রে। বাকি কিছু নিয়ে ভাবার দরকার নেই। আমরা আমাদের ক্রিকেটকে উন্নতি করতে পারলে ফলাফল এমনিতেই আসবে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball